Viral Video

পহেলগাঁওকাণ্ডের জেরে আতঙ্কের চোরা স্রোত, কাশ্মীর ছাড়ছেন হাজারো পর্যটক, ভাইরাল ভিডিয়ো

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পর্যটকেরা মোভেরা ছেড়ে শ্রীনগরের উদ্দেশে রওনা দিচ্ছেন। যানজট তৈরি হয়েছে রাস্তায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:১৬
Share:

ছবি: পিটিআই ।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ঙ্কর হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সারা দেশ। জঙ্গি হানায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। সেই ঘটনা সংক্রান্ত অনেক ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সে রকমই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গি হানার পরেই কাশ্মীর ছাড়ছেন পর্যটকেরা। কাশ্মীরের বিভিন্ন রাস্তায় পর্যটকদের গাড়ির ভি়ড়। তাড়াহুড়ো করে কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন তাঁরা। এর জেরে রাস্তায় যানজট তৈরি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পর্যটকেরা মোভেরা ছেড়ে শ্রীনগরের উদ্দেশে রওনা দিচ্ছেন। যানজট তৈরি হয় রাস্তায়। পর্যটকদের একাংশ জানিয়েছেন, পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে তাঁরা ভয় পেয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর সে কারণেই তড়িঘড়ি কাশ্মীর ছাড়ছেন তাঁরা। কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, এমন অনেকেও উদ্ভুত পরিস্থিতিতে হোটেল বুকিং বাতিল করেছেন বলে খবর।

দিল্লির পর্যটক সমীর ভরদ্বাজ। জঙ্গিদের নৃশংস হামলার পরে পরিবার নিয়ে পহেলগাঁও ভ্রমণের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমরা গত তিন দিন ধরে এখানে রয়েছি। আমাদের পহেলগাঁও যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতি খুব একটা ভাল নয়। তাই আমরা দিল্লি ফিরে যাচ্ছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা হলেই আমরা আবার এখানে ঘুরতে আসার সাহস পাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement