Viral Video

‘কাশ্মীর এসেছি, খুব ভাল লাগছে’, পহেলগাঁওয়ে মাথায় গুলি খাওয়া মঞ্জুনাথের শেষ ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শিকারা ভ্রমণ করছেন মঞ্জুনাথ এবং তাঁর স্ত্রী পল্লবী। সেই ভিডিয়োয় মঞ্জুনাথকে বলতে শোনা যায়, ‘‘আমরা কর্নাটক থেকে কাশ্মীর ভ্রমণে এসেছি। খুব ভাল লাগছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:১৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

এক দিন আগেও যখন শিকারায় চেপে মনের আনন্দে ভিডিয়ো করছিল, তখনও কাশ্মীর ভ্রমণে আসা কর্নাটকের পরিবারটি জানত না যে তাদের নিয়তিতে কী লেখা রয়েছে। এক দিন পরেই তাদের আনন্দ পরিণত হল হাহাকারে। কান্নায় ভাসল পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেই পরিবারের কর্তা মঞ্জুনাথ রাওয়ের। মঞ্জুনাথের মাথায় গুলি করে জঙ্গিরা। প্রাণে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে, ‘‘তোকে মারব না। যা, মোদীকে গিয়ে বল।’’

Advertisement

তবে সেই আবহেই মঞ্জুনাথ এবং পল্লবীর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। পোস্টে দাবি করা হয়েছে যে, এটি কাশ্মীর ভ্রমণে গিয়ে মঞ্জুনাথের শেষ ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিকারা ভ্রমণ করছেন মঞ্জুনাথ এবং তাঁর স্ত্রী পল্লবী। সেই ভিডিয়োয় মঞ্জুনাথকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা কর্নাটক থেকে কাশ্মীর ভ্রমণে এসেছি। খুব ভাল লাগছে।’’ একই ভিডিয়োয় পল্লবী বলেন, ‘‘আমাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা বোট হাউসে ছিলাম। আমরা এখন শিকারায় ভ্রমণ করছি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিটিজ়েন মুভমেন্ট, ইস্ট বেঙ্গালুরু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। রাও পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement