ছবি: এক্স থেকে নেওয়া।
বাড়ির বেসমেন্টে স্যাঁতসেঁতে অন্ধকারে কিলবিল করছে ডজনখানেক সাপ! একে অপরকে জড়িয়ে যেন এক অদ্ভুত বাসা বেঁধেছে তারা। এমনই হাড় হিম করা ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের হারদিডালি গ্রামের। সেই দৃশ্য দেখে স্থানীয়েরা আতঙ্কিত হয়ে পড়েন বলে খবর। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বেসমেন্টে কিলবিল করছে ডজনখানেক সাপ। তারা আকারে খুব একটা বড় নয়। কিন্তু একে অপরকে জড়িয়ে রেখেছে অদ্ভুত কায়দায়। দেখে মনে হচ্ছে, যেন বিশেষ কোনও কারণে তেমনটা করছে তারা। রহস্যময় সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভারত সমাচার’ নামে স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ভয়ও পেয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রহস্যময় ঘটনা। কোনও বিশেষ কারণে সাপগুলি ও ভাবে জড়িয়েছিল একে অপরের সঙ্গে?’’