Madhya Pradesh

শ্রমদান করতে গিয়ে পা পিছলে পড়লেন ছ’ফুট গর্তে! ‘লোক দেখানোর ফল’ বলল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গর্তে সিমেন্ট ঢালছেন প্রফুল্ল। এক পাত্র সিমেন্ট ঢেলে মিস্ত্রির কথা শুনে দ্বিতীয় বার সিমেন্ট ঢালতে যান তিনি। একটি গর্তের একদম সামনে দাঁড়িয়ে তিনি ওই কাজ করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৬:২৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মন্দিরের স্বেচ্ছাসেবক হিসাবে শ্রমদানের কাজে যুক্ত হয়েছিলেন। সিমেন্ট ঢালছিলেন একটি নির্মীয়মাণ বাড়ির ভিতে। সেই সময়ই ঘটে গেল বিপত্তি। পা পিছলে ছ’ফুট গভীর গর্তে পড়ে গেলেন এক সমাজকর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলার একটি নির্মাণস্থলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সমাজকর্মীর নাম প্রফুল্ল শ্রীবাস্তব। তিনি সিওনি জেলার চিত্রগুপ্ত মন্দির সংস্কার কমিটির চেয়ারম্যান। সম্প্রতি মধ্যপ্রদেশের সিওনি জেলার নির্মাণস্থলে শ্রমদানের জন্য উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই সিমেন্ট ঢালার সময় গর্তে পড়ে যান তিনি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গর্তে সিমেন্ট ঢালছেন প্রফুল্ল। এক পাত্র সিমেন্ট ঢেলে মিস্ত্রির কথা শুনে দ্বিতীয় বার সিমেন্ট ঢালতে যান তিনি। একটি গর্তের একদম সামনে দাঁড়িয়ে তিনি ওই কাজ করছিলেন। কিন্তু দ্বিতীয় পাত্র সিমেন্ট ঢালার সময় পা পিছলে যায় প্রফুল্লের। পা পিছলে তিনি গর্তে ঢুকে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গর্তে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রফুল্লকে উদ্ধার করা হয়। সামান্য চোট পেয়েছেন তিনি।

সমাজকর্মীর গর্তে পড়ে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আকাশ শ্রীবাস্তব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হয় লোক দেখাতে কাজ করছিলেন। ভিডিয়ো তোলাচ্ছিলেন নিজের কাজের। তাই গর্তে পড়ে গিয়েছেন। বেশ হয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আহা গো! কাজ করতে গিয়ে কেমন পড়ে গেলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement