Uttar Pradesh

বালিশের তলায় মৃত্যুদূত, ছোবল ঘুমন্ত অবস্থাতেই! বিষাক্ত সাপ বাক্সে ভরে হাসপাতালে পৌঁছেও শেষরক্ষা হল না তরুণীর

বুধবার রাত ৩টে নাগাদ ঘুমন্ত অবস্থায় সোফিয়াকে ছোবল মারে সাপটি। ভয়ে এবং যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের সদস্যেরা ছুটে আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

নৈশভোজ সেরে শুতে গিয়েছিলেন। কিন্তু জানতেন না, বালিশের তলায় অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুদূত। শোয়ার কিছু ক্ষণ পরেই তাঁকে ছোবল মারে বিষাক্ত সাপটি। হাসপাতালে গিয়েও মৃত্যু হয় তরুণীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের আম্বোয়া তিতারপুর গ্রামে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত তরুণী বধূর নাম সোফিয়া (২৬)। সাপটি ছোবল মারার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন তরুণী। বিষধর সরীসৃপটিকে স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে ভরে রাতেই স্থানীয় হাসপাতালে পৌঁছোন তিনি। হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সাপটি দেখানও। তরুণীর শারীরিক অবস্থায় ক্রমশ অবনতি হতে থাকলে তাঁকে লখনউয়ে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। কিন্তু লখনউয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত ৩টে নাগাদ ঘুমন্ত অবস্থায় থাকা সোফিয়াকে ছোবল মারে সাপটি। ভয়ে এবং যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের সদস্যেরা ছুটে আসেন। তাঁর বালিশের নীচে লুকিয়ে থাকা সাপটিকে দেখে হতবাক হয়ে যান। দ্রুত সাপটিকে প্লাস্টিকের পাত্রে পুরে তরুণীকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সোফিয়া এবং সাপটিকে প্রথমে বাহরাইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় তাঁর। ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে থাকলে সোফিয়াকে উন্নত চিকিৎসার জন্য লখনউয়ে ‘রেফার’ করা হয়। তবে লখনউ পৌঁছোনোর আগেই মৃত্যু হয় সোফিয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement