Madhya Pradesh

শিবের মতো গলায় সাপ জড়িয়ে বাইক চালাচ্ছিলেন! হঠাৎ ছোবল মারল বিষাক্ত গোখরো, মৃত্যু হল যুবকের

জানা গিয়েছে, সম্প্রতি একটি বিষাক্ত গোখরো উদ্ধার করে কাচের পাত্রে আটকে রেখেছিলেন দীপক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষাক্ত গোখরোটিকে গলায় জড়িয়ে ঘুরছিলেন দীপক। সাপটিকে গলায় নিয়ে বাইকও চালাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৩:০৮
Share:

ছবি: সংগৃহীত।

ভগবান শিবের মতো গলায় সাপ জড়িয়ে বাইক চালাচ্ছিলেন! কিন্তু সেই কেরামতির মূল্য চোকাতে হল তাঁকে। বাইক চালানোর সময় ছোবল মারল বিষাক্ত সাপ। মৃত্যু হল যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। মৃত ওই ব্যক্তির নাম দীপক মহাভার।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত যুবক দীপক স্থানীয় জেপি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। পাশাপাশি, এলাকায় সাপ উদ্ধারকারী হিসাবেও পরিচিত ছিলেন। বহু সাপ উদ্ধার করেছিলেন তিনি।

জানা গিয়েছে, সম্প্রতি একটি বিষাক্ত গোখরো উদ্ধার করে কাচের পাত্রে আটকে রেখেছিলেন দীপক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষাক্ত গোখরোটিকে গলায় জড়িয়ে ঘুরছিলেন দীপক। সাপটিকে গলায় নিয়ে বাইকও চালাচ্ছিলেন। তখন গোখরোটি হঠাৎ করেই ছোবল মারে তাঁকে। দীপককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীপককে অ্যান্টিভেনম দেওয়ার পরেও লাভ হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Advertisement

দীপকের দুই পুত্র। স্ত্রী আগেই মারা গিয়েছেন। এখন তাঁর মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়েছে তাঁর দুই ছেলে। দীপকের ঘটনাটি সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। দীপকের পরিণতির জন্য দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকেই বিষাক্ত সাপ নিয়ে ওই ভাবে কেরামতি না দেখানোর পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement