Viral Video

ঘরে ঢুকেছিল চিতাবাঘ, ভয়ঙ্কর প্রাণীটিকে ধরে দরজার সঙ্গে বেঁধে ফেললেন বধূ! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের মধ্যে ঢুকে প়ড়া একটি চিতাবাঘকে ধরেছেন এক বধূ। দড়ি দিয়ে দরজার সঙ্গে বেঁধে রেখেছেন হিংস্র প্রাণীর পা। নাগাড়ে পালানোর চেষ্টা করছে চিতাবাঘটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:২৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়িতে ঢুকে পড়েছিল ভয়ঙ্কর চিতাবাঘ! গৃহকর্ত্রীর মুখোমুখিও হয়েছিল। কিন্তু হিংস্র প্রাণীটিকে দেখে ভয় পেলেন না ওই বধূ। বরং দড়ি দিয়ে দরজার সঙ্গে বেঁধে ফেললেন চিতাবাঘটিকে। বন দফতরকেও ডেকে পাঠালেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের মধ্যে ঢুকে প়ড়া একটি চিতাবাঘকে ধরেছেন এক বধূ। দড়ি দিয়ে দরজার সঙ্গে বেঁধে রেখেছেন হিংস্র প্রাণীর পা। নাগাড়ে পালানোর চেষ্টা করছে চিতাবাঘটি। তার গায়ে একটি চাদর চাপাও দিয়েছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিতাবাঘটিকে ধরে বন দফতরে ফোন করেন বধূ। বন দফতরের কর্মীরা এসে চিতাবাঘটিকে নিয়ে যান। তাকে জঙ্গলে ছেড়ে আসা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

বধূর চিতাকে বেঁধে রাখার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিস্টার.বি.এম.যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ওই বধূর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছে নেটপাড়া। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নির্ভীক মহিলাকে কুর্নিশ জানাই। একদম সঠিক পদক্ষেপ করেছেন। চিতাটি গ্রামবাসীদের সামনে পড়লে মারা পড়ত।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘চিতাবাঘও মহিলাদের ভয় করবে এখন থেকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement