Viral Video

মদের বোতল হাতে নর্তকীদের সঙ্গে নাচ! অপরাধীর জন্মদিনে পুলিশকর্মীদের বেলেল্লাপনার ভিডিয়ো প্রকাশ্যে

জন্মদিন উপলক্ষে গাজ়িয়াবাদের এক পানশালায় পার্টির আয়োজন করেছিলেন কুখ্যাত অপরাধী ইরশাদ মালিক। অভিযোগ, সেই পার্টিতে যোগ দিয়েছিলেন গাজ়িয়াবাদের সীমাপুরী ফাঁড়ির চার পুলিশকর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কুখ্যাত অপরাধীর জন্মদিনের পার্টিতে গিয়ে বিয়ার হাতে বেলেল্লাপনা। নর্তকীদের সঙ্গে কোমর দুলিয়ে নাচ! চার পুলিশকর্মীর এ-হেন ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ল উত্তরপ্রদেশ জুড়ে। তৈরি হল বিতর্কও। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ওই চার পুলিশকর্মীকে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জন্মদিন উপলক্ষে ‘রোজ় বার’ নামে এক পানশালায় পার্টির আয়োজন করেছিলেন গাজ়িয়াবাদে কুখ্যাত অপরাধী ইরশাদ মালিক। সেই পার্টিতে খানাপিনার বন্দোবস্ত তো ছিলই, পাশাপাশি অতিথিদের মনোরঞ্জনের জন্য নর্তকীদেরও আনা হয়েছিল। মধ্যরাত থেকে সেই পার্টি শুরু হয়। চলে রাত আড়াইটা পর্যন্ত। অভিযোগ, ইরশাদ আয়োজিত সেই পার্টিতে যোগ দিয়েছিলেন গাজ়িয়াবাদের সীমাপুরী ফাঁড়ির সাহিবাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস জাদৌন। তাঁর সঙ্গে অমিত, যোগেশ এবং জ্ঞানেন্দ্র নামে তিন কনস্টেবলও ছিলেন।

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ইরশাদের পার্টিতে হিন্দি গানে নর্তকীদের সঙ্গে কোমর দোলাচ্ছেন আশিস, অমিত, যোগেশ এবং জ্ঞানেন্দ্র। তাঁদের সকলের হাতেই বিয়ারের বোতল। সেই বোতল হাতে নিয়ে বিভিন্ন কায়দায় হেলেদুলে চলছে নাচ। ২২ সেকেন্ডের সেই ভিডিয়োটি ভাইরাল হতেই আলোড়ন পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ জুড়ে। চার পুলিশকর্মীকেই তাৎক্ষণিক ভাবে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ওই পানশালার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশকর্তারা।

Advertisement

অন্য দিকে ভিডিয়োটিকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরাও। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘পুলিশের বেলেল্লাপনা! এক অপরাধীর জন্মদিনে গিয়ে এ ভাবে মদ খেতে, নাচতে লজ্জা করল না? শাস্তি দেওয়া হোক এঁদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement