ছবি: ইনস্টাগ্রাম।
ইংরেজিতে কথা বলতে গিয়ে বার বার আটকাচ্ছেন। উচ্চারণ ভুল। অসম্পূর্ণ বাক্যাংশ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় ইংরেজিতে ভাষণের সময় ‘লেজেগোবরে’ হতে হল খোয়াজা আসিফকে! পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর অন্তত তেমনটাই মনে করছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সভায় ভাষণ দিতে গিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ। সেখানেই বক্তৃতা করার সময় বার বার ভুল করতে দেখা যায় তাঁকে। নাতিদীর্ঘ বক্তৃতায় কমপক্ষে সাতটি মৌখিক ভুল করেন তিনি, যার মধ্যে রয়েছে ভুল উচ্চারণ থেকে শুরু করে অসংলগ্ন বাক্যাংশ। ইংরেজি ‘রিস্ক’ শব্দটিকে ‘রিক্স’ এবং ‘ডেভেলপমেন্ট’ শব্দকে ‘ডেভেলপেন্ড’ উচ্চারণ করতে দেখা যায় তাঁকে। কথা বলতে গিয়ে বার বার হোঁচট খান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এএনআই_ট্রেন্ডিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। একটি দেশের প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কেউ যে এ ভাবে কথা বলতে পারেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘একটি বাক্যও ঠিকমতো বলতে পারছে না। ইংরেজি বলতে গিয়ে তো লেজেগোবরে অবস্থা হচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আরে বলতে কী চান আপনি? কিছুই তো বোঝা যাচ্ছে না।’’