ছবি: এক্স থেকে নেওয়া।
দোকানের বাইরে ডাঁই করা চুড়ির সামনে বসেছিলেন যুবক। সম্ভবত চুড়ি গুনছিলেন। এমন সময় রণচণ্ডী মূর্তিতে সেখানে উপস্থিত হলেন তাঁর স্ত্রী। লাথি মেরে রাস্তায় ফেলে দিলেন যুবককে। মারতে মারতে নর্দমায় ঢুকিয়ে দিলেন! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক একটি দোকানের বাইরে টুলের উপর বসে রয়েছেন। পিছন ফিরে বসে রয়েছেন তিনি। মুখ দেখা যাচ্ছে না। যুবকের সামনে স্তূপ করে রাখা অনেক চুড়ি। হঠাৎ সেখানে পৌঁছোন এক তরুণী। পিছন থেকে টেনে লাথি মারেন যুবকের পিঠে। টুল থেকে মাটিতে পড়ে যান ওই যুবক। এর পর তরুণী চড়াও হন তাঁর উপর। একের পর এক কিল-চড়-লাথি-ঘুষি চালাতে থাকেন। মারতে মারতে যুবককে নর্দমায় ফেলে দেন তিনি। নর্দমায় ঢুকিয়েও মারেন। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী। কিন্তু তাঁদের মধ্যে কী নিয়ে ঝামেলা বেঁধেছিল তা ওই ভিডিয়ো থেকে বোঝা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো সাধারণ লড়াই নয়, যেন ‘ডব্লিউডব্লিউই’। আর তরুণী মহিলা আন্ডারটেকার।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এখন যদি তরুণীকে ওই যুবক মারতেন, তা হলে হইচই পড়ে যেত। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে, কেউ এক জন যুগলকে থামানোর জন্য এগিয়ে এল না?’’