ছবি: এক্স থেকে নেওয়া।
প্রকাশ্য রাস্তায় ডব্লিউডব্লিউইয়ের ধাঁচে মল্লযুদ্ধ করছেন দুই তরুণী! তাঁদের দেখতে ভিড় জমল রাস্তায়। পুলিশ এসেও তাঁদের থামাতে পারল না প্রথমে। একে অপরের চুলের মুঠি ধরে চলল বেদম প্রহার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দুই তরুণী কেন মারামারি করছিলেন, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার নৈনিতালের রামনগরের ভবানীগঞ্জে মারামারির ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিয়োয় দেখা দিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে চার জন তরুণী দাঁড়িয়ে। তাঁদের মধ্যে দু’জন প্রকাশ্যেই চুলোচুলি শুরু করেন। একে অপরের চুলের মুঠি ধরে চলে কিল-ঘুষি। উপস্থিত অনেকে তাঁদের নিরস্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। দুই তরুণীর মারমারি দেখতে রাস্তার ধারে ভিড় জমে যায়। এমন সময় সেখানে উপস্থিত হন এক পুলিশকর্মী। কিন্তু পুলিশকে দেখেও মারামারি থামাননি তরুণীদ্বয়। এর পর ওই পুলিশকর্মী এসে ধমক দিতে একে অপরকে ছেড়ে দেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘এ তো পুরো বিনামূল্যে ডব্লিউডব্লিউই! খুব মজা পেলাম।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ কী ধরনের অসভ্যতা! নিজেরা চুলোচুলি করে জনসাধারণের সমস্যা তৈরি করে এরা।’’