China

মা মারা গিয়েছে বুঝতেই পারেনি, বিস্কুট-জেলি খেয়ে কয়েক দিন দেহের পাশে বসে থাকল দু’বছরের ছেলে!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চিনে। মৃত তরুণীর নাম ঝেং (২৮)। দু’বছরের পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৭
Share:

ছবি: সংগৃহীত।

মা মারা গিয়েছে, বুঝতেও পারেনি শিশু। কয়েক দিন ধরে মায়ের মৃতদেহের পাশে ঠায় বসে রইল সে। মায়ের দেহের পাশে কিছু কেক, বিস্কুট, চিপস পড়ে ছিল। সেগুলি খেয়েই কোনও রকম প্রাণ বাঁচাল শিশুটি!

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চিনে। মৃত তরুণীর নাম ঝেং (২৮)। দু’বছরের পুত্র মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

জানা গিয়েছে, কয়েক দিন ধরে ঝেঙের কোনও খোঁজ না পেয়ে তাঁর এক বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখে মৃত্যু হয়েছে তরুণীর। দেহ পড়ে রয়েছে ঘরের ভিতরেই। সেই দেহের পাশেই বসে ছিল ঝেঙের সন্তান মিয়ানমিয়ান। নিস্তেজ হয়ে পড়েছিল সে। জামাকামড়ও ময়লা হয়ে গিয়েছিল।

Advertisement

পুলিশ জানিয়েছে, মা যে মারা গিয়েছে, তা বুঝতেই পারেনি ছোট্ট মিয়ানমিয়ান। মায়ের দেহের পাশে কেক, বিস্কুট, জেলি— এই সব খাবার ছিল। কয়েক দিন ধরে সেগুলিই খেয়ে বেঁচেছিল সে। তাকে ইতিমধ্যেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের পর পুত্রকে নিয়ে ভাড়াবাড়িতে একাই থাকতেন ঝেং। আগেও দু’বার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন ঝেং। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, সেই অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও ঝেঙের এক নিকটাত্মীয়ের দাবি, একাধিক বার আত্মহত্যার কথাও বলেছিলেন তরুণী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ঝেঙের ঘটনাটি হইচই ফেলেছে চিন জুড়ে। নেটমাধ্যমেও আলোড়ন পড়েছে। নেটাগরিকদের অনেকেই শিশু মিয়ানমিয়ানের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement