Bizarre

ছিলেন শিক্ষিকা, অদ্ভুত এক স্বপ্ন পূরণ করতে যোগ দেন নীল ছবির দুনিয়ায়! জানতে পেরে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

৩৮ বছর বয়সি কোর্টনি প্রথমে তাঁর স্বামী নিকের সঙ্গে ভিডিয়ো বানানো শুরু করেছিলেন। পরে আরও মহিলা শিল্পীদের সঙ্গে যুক্ত হন। শীঘ্রই পর্নপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

ছিলেন শিক্ষিকা। আয়ও ছিল সীমিত। সেই আয় দিয়ে তাঁর যে স্বপ্ন, তা পূরণ করা সম্ভব ছিল না। আর তাই স্বপ্নপূরণ করতে চাকরি ছেড়ে দুষ্টু ছবির দুনিয়ায় নাম লিখিয়েছিলেন তিনি। বর্তমানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন প্রাক্তন শিক্ষিকা। বিপুল আয়ের কারণে তাঁর স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। জনগণের প্রশংসাও কুড়োচ্ছেন তিনি। কিন্তু কী ছিল তাঁর স্বপ্ন?

Advertisement

আমেরিকার ওই প্রাক্তন শিক্ষাকার নাম কোর্টনি টিলিয়া। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা তিনি। সামান্য বেতনের শিক্ষিকার চাকরি ছেড়ে প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিয়ো তৈরির কাজ শুরু করেছিলেন তিনি। এখন তাঁর উপার্জন লক্ষ লক্ষ টাকা। আর সেই আয়ের একটি বড় অংশ পথকুকুরদের উদ্ধার এবং যত্ন নেওয়ার জন্য ব্যবহার করেন তিনি। সেটিই ছিল তাঁর স্বপ্ন।

৩৮ বছর বয়সি কোর্টনি প্রথমে তাঁর স্বামী নিকের সঙ্গে ভিডিয়ো বানানো শুরু করেছিলেন। পরে আরও মহিলা শিল্পীর সঙ্গে যুক্ত হন। পর্নপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। কম সময়েই খ্যাতি অর্জন করেন তিনি। আয়ও বাড়ে। বর্তমানে এক একটি ভিডিয়ো থেকে প্রায় ২০-৩০ লক্ষ টাকা আয় করেন প্রাক্তন শিক্ষিকা।

Advertisement

উপার্জিত অর্থের বড় অংশ দিয়ে পথকুকুরদের সাহায্য করেন কোর্টনি। পথকুকুরদের দেখভালের জন্য একটি সংস্থাও খুলেছেন। গত এক বছরে কোর্টনি এবং তাঁর স্বামী ৫০টিরও বেশি পথকুকুর উদ্ধার করেছেন। তাদের আশ্রয়েরও ব্যবস্থা করেছেন। এর পরেই নতুন করে জনসাধারণের নজরে এসেছেন কোর্টনি। প্রাক্তন শিক্ষিকার কাজ ব্যাপক ভাবে প্রশংসিতও হচ্ছে আমেরিকার বিভিন্ন মহলে। নেটাগরিকেরাও তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement