Viral Video

ভাসুরপোর সঙ্গে পরকীয়া! জানাজানি হতে ধর্ষণের মামলা দায়ের, থানায় সেই ভাসুরপোকেই বিয়ে বধূর, ভাইরাল ভিডিয়ো

মহিলা রামপুরের শাহাবাদ তহসিলের পাটওয়াই থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী নূরপালের অভিযোগ, গত তিন বছর ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর স্ত্রী এবং ভাইপো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ভাসুরপোর বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ। তার পর থানায় গিয়ে জনসমক্ষে সেই ভাসুরপোকেই বিয়ে করলেন এক বধূ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বধূ রামপুরের শাহাবাদ তহসিলের পাটওয়াই থানা এলাকার বাসিন্দা। তাঁর স্বামী নূরপালের অভিযোগ, গত তিন বছর ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী এবং ভাইপো। তিনি যখনই বাড়িতে থাকতেন না, তখনই ভাইপো তাঁর বাড়িতে পৌঁছে যেতেন। প্রথমে নূরপাল কিছু বুঝতে পারেননি। এর পর কাকিমা-ভাসুরপোর সম্পর্কের কথা গ্রামে চাউর হলে তাঁর কানেও খবর আসে। হতবাক হয়ে যান নূরপাল এবং তাঁর পরিবারের সদস্যেরা। আইনি দিক থেকে সাবধান করা হয় দু’জনকে। তার পরেও লাভ হয়নি। সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা।

এর পরেই নূরপাল স্ত্রীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। বাড়ি থেকে বার করে দেন। ভাইপোর সঙ্গে থাকতে বলেন। এর পর ভাসুরপোর কাছে গিয়ে তাঁকে বিয়ে করার দাবি তোলেন বধূ। কিন্তু তরুণ ভাসুরপো রাজি না হওয়ায় থানার দ্বারস্থ হন তিনি। ভাসুরপোর বিরুদ্ধে খালা পাটওয়াই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিয়ে না করলে জেল খাটতে হবে বলে হুমকিও দেন ভাসুরপোকে। জানা গিয়েছে, পুলিশ তরুণকে থানায় ডেকে পাঠিয়েছিল। সেখানে পৌঁছোন ওই বধূও। সেখানেই ভাসুরপোর গলায় মালা পরিয়ে দেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও কাকিমার সিঁথিতে সিঁদুর দেন তরুণও। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার ভিডিয়োটি দেখে বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কাকিমার সঙ্গে প্রেম করার ফল ভুগতে হল তরুণকে। যেমন কর্ম তেমন ফল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ। সামাজিক অবক্ষয়ের এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement