Wedding Anniversary Gift

‘এটা কী করে দিলে’! বিবাহবার্ষিকীতে স্বামী উপহার দিলেন ‘বিশেষ খেলনা’র কুপন, রেগে বাড়ি ছাড়লেন তরুণী

রেডিটে ৩১ বছর বয়সি তরুণী জানিয়েছেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর উদ্‌যাপন উপলক্ষে বিগত কয়েক দিন ধরেই উৎফুল্ল ছিলেন তিনি। স্বামীর থেকে কী উপহার পাবেন তা নিয়ে যেমন উত্তজিত ছিলেন, তেমনই স্বামীকে কী দেবেন তা নিয়েও প্রচুর পরিকল্পনা করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৫
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিবাহবার্ষিকীর দিন স্বামীর থেকে মনের মতো উপহার পেতে কোন স্ত্রী না ভালবাসেন! অনেকে আবার অপেক্ষা করেন স্বামীর থেকে বিশেষ কোনও চমক পাওয়ার। কিন্তু স্বামীর দেওয়া উপহারই এ বার দুঃস্বপ্নে পরিণত হল এক তরুণীর জন্য। এমনকি, স্বামীর উপর রাগ করে বাড়িও ছেড়ে দিলেন তিনি। দিয়ে উঠলেন বোনের বাড়িতে।

Advertisement

বিবাহবার্ষিকীতে স্ত্রীরা স্বামীদের কাছ থেকে গয়না, দামি হোটেলে নৈশভোজ, ভ্রমণ বা বিশেষ চমকের মতো ভাল উপহার আশা করেন। তবে এক যুবক বিবাহবার্ষিকীতে গেমিং স্টোরের কুপন উপহার দিয়ে খেপিয়ে দিলেন স্ত্রীকে। ওই তরুণী নিজেই তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যম রেডিটে।

রেডিটে ৩১ বছর বয়সি তরুণী জানিয়েছেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর উদ্‌যাপন উপলক্ষে বিগত কয়েক দিন ধরেই উৎফুল্ল ছিলেন তিনি। স্বামীর থেকে কী উপহার পাবেন তা নিয়ে যেমন উত্তজিত ছিলেন, তেমনই স্বামীকে কী দেবেন তা নিয়েও প্রচুর পরিকল্পনা করেন তিনি।

Advertisement

অনেকে ভেবে অবশেষে স্বামীর জন্য একটি দামি স্মার্টঘড়ি কেনেন তরুণী। বিবাহবার্ষিকীর দিন সুন্দর করে ঘর সাজান। স্বামীর প্রিয় খাবারও তৈরি করেন। কিন্তু রাতে স্বামী যখন তাঁর হাতে উপহার তুলে দেন, তখন অবাক হয়ে যান তরুণী। দেখেন, স্বামী তাঁকে একটি গেমিং স্টোরের ১০০ ডলার মূল্যের কুপন দিয়েছেন। সেটি দিয়ে তরুণীর স্বামী নাকি বলেন, ‘‘আমাদের দু’জনেরই কাজে লাগবে। কারণ, আমরা দু’জনেই গেম খেলতে ভালবাসি।’’ তরুণী বিষয়টিকে মোটেও রসিকতা হিসেবে দেখেননি, বরং অপমান হিসেবে দেখেছিলেন। তরুণী রেডিটে লিখেছেন, ‘‘বিবাহবার্ষিকীতে আমি এমন একটি উপহার পেয়েছি যা আসলে আমার স্বামীরই কাজে লাগত।’’ হতাশা প্রকাশ করে স্বামীকে ‘অকৃতজ্ঞ’ বলেও মন্তব্য করেন তিনি। রেগে গিয়ে সে রাতেই বোনের বাড়ি চলে যান।

তরুণীর পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে সেই পোস্ট। পোস্টটি দেখার পর নেটাগরিকেরা যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement