Viral Video

ভয়ে প্রেমিককে বক্সখাটে পুরলেন বধূ! খুঁজে বার করে লাঠি হাতে এগিয়ে গেলেন তাঁর স্বামী, তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির শোবার ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন এক যুবক। তাঁর হাতে লাঠি। সঙ্গে আরও জনা কয়েক যুবক রয়েছেন। এর পর খাটের দিকে নজর যায় তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকের সঙ্গে পরকীয়ায় মত্ত ছিলেন বধূ। হঠাৎ আগমন হয় স্বামীর। ভয়ে প্রেমিককে খাটের পাটাতনের নীচে লুকিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। খাটের ভিতর থেকে স্ত্রীর প্রেমিককে বার করে এনে পেটালেন এক যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির শোবার ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন এক যুবক। তাঁর হাতে লাঠি। সঙ্গে আরও জনা কয়েক যুবক রয়েছেন। এর পর খাটের দিকে নজর যায় তাঁদের। চাদর তুলে বক্সখাটের পাটাতন তুলতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখেন, সেখানে গুটিসুটি মেরে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর পরনে হাতকাটা গেঞ্জি এবং প্যান্ট। তাঁকে দেখামাত্র মারতে শুরু করেন লাঠি হাতে থাকা যুবক। ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। কয়েক জন যুবককে শান্ত করারও চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, খাটের ভিতরে যিনি লুকিয়েছিলেন তিনি ওই বাড়ির বধূর প্রেমিক এবং লাঠি হাতে যুবক বধূর স্বামী। স্বামী চলে আসায় প্রেমিককে ওই খাটের ভিতর লুকিয়ে পড়তে বলেছিলেন বধূ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই সব মজা দেখার জন্যই তো সমাজমাধ্যমে উঁকি মারতে আসা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement