Viral Video

বিয়ে চলছে, এ দিকে ঘুমে ঢুলছেন কনে! ভাইরাল ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন সকলে

কনের সাজে ভারী গয়না ও জমকালো শাড়ি পরে পিঁড়িতে বসে আছেন তরুণী। প্রথমে দেখে মনে হতে পারে তিনি নীচের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু একটু লক্ষ্য করলে বোঝা যাবে আসলে তিনি ঘুমোচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৭:২৪
Share:

বিয়ের আসরে ঘুমোচ্ছেন কনে। ছবি সংগৃহীত।

বিয়ে চলছে, অতিথিরাও হাজির। কিন্তু বিয়ের পিঁড়িতে বসে ঘুমে ঢুলছেন খোদ কনে। পুরনো একটি ভিডিয়ো সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। কনের কাণ্ড দেখে হাসাহাসি করছেন সকলে।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে একটি বিয়ের আসরের ছবি। কনের সাজে ভারী গয়না ও জমকালো শাড়ি পরে পিঁড়িতে বসে আছেন তরুণী। প্রথমে দেখে মনে হতে পারে তিনি নীচের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু একটু লক্ষ করলে বোঝা যাবে আসলে তিনি ঘুমোচ্ছেন। রীতিমতো ঘুমের ঘোরে নীচের দিকে ঢুলে পড়তে দেখা গিয়েছে কনেকে। পাশেই দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছিলেন পাত্র। বিয়ের আচার অনুষ্ঠান তখন চলছিল। যথাস্থানে বসে ছিলেন পুরোহিতও।

ভিডিয়োটি সমাজমাধ্যমে কনে নিজেই পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘দেখুন ঘুমন্ত কনেকে (আমি)। ভোর সাড়ে ৬টা বাজে, তবু বিয়ে শেষ হয়নি।’’

Advertisement

জানা গিয়েছে, সারা রাত ধরে বিয়ের আচার অনুষ্ঠান পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন কনে। তাই ভোরবেলা বিয়ের পিঁড়িতে বসে বসেই তাঁর চোখ বুজে এসেছিল। ঠিক সেই সময় ভিডিয়োটি রেকর্ড করেছেন কনের এক বান্ধবী।

এই ভিডিয়ো দেখে অনেকেই মজা পেয়েছেন। অনেকে কনের সঙ্গে একাত্মতা অনুভব করেছেন। ভারতীয় মতে যাবতীয় নিয়মকানুন মেনে বিয়ের প্রক্রিয়া যে কত দীর্ঘ এবং তাতে কনের উপর দিয়ে যে কত ধকল যায়, অনেকেই তাতে সহমত পোষণ করেছেন এই ভিডিয়ো দেখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement