Viral Video

‘ভারতে বিয়েবাড়িতে এত ধুমধাম!’ অনুষ্ঠানের বহর, খাওয়াদাওয়া দেখে অবাক ব্রিটিশ তরুণ, ভাইরাল ভিডিয়ো

ম্যাক্স জানান, বিদেশিরা এ সব দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন। ম্যাক্সকে কখনও অন্য অতিথিদের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। কখনও আবার ঢাকের আওয়াজ শুনে অবাক হতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৯:১৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সানগ্লাসের ফ্রেমে ভালবাসার চিহ্ন। হাতে পানীয়ের গ্লাস নিয়ে সেই রোদচশমা পরে নাচ করে যাচ্ছেন এক তরুণ। বিয়েবাড়ির অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তিনি। তাই সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তরুণ। জীবনে প্রথম বার কোনও ভারতীয়ের বিয়ে দেখছেন তিনি। তা দেখে অভিভূত হয়েছেন বিদেশি তরুণ। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো পোস্ট করে এমনটাই জানিয়েছেন তিনি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ম্যাক্স_ব্যালেগডে’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বিয়েবাড়িতে গিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। তরুণের নাম ম্যাক্স। ব্রিটেনের বাসিন্দা তিনি। সম্প্রতি কোনও ভারতীয়ের বিয়ের অনুষ্ঠান চাক্ষুষ করার সুযোগ পেয়েছেন তিনি। বিয়েবাড়ির আড়ম্বর এবং খাওয়াদাওয়ার আয়োজন দেখে অবাক হয়ে গিয়েছেন ম্যাক্স।

জীবনে প্রথম কোনও ভারতীয়ের বিয়ে দেখছেন তিনি। বিদেশিরা যে এ সব দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন তা-ও জানান ম্যাক্স। কখনও তাঁকে অন্য অতিথিদের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। কখনও আবার ঢাকের আওয়াজ শুনে অবাক হতে দেখা গিয়েছে। তিনি যে অসংখ্য পাঁপড় খেয়েছেন সে কথা জানাতেও ভোলেননি। সব মিলিয়ে বিয়েবাড়িতে আসার পর ভারতীয়দের আপ্যায়নের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement