ছবি: সংগৃহীত।
খালি হাতে সাপকে পরাস্ত করার বহু ভিডিয়োই সমাজমাধ্যম প্রকাশ্যে আসে। সেই সব ভিডিয়ো দেখলে শিরদাঁড়ায় কাঁপন ধরতে বাধ্য। তা বলে দৈত্যাকার এক অ্যানাকোন্ডাকে এক হাতে কাবু করা কি মুখের কথা! সেই দুঃসাহসিক কাজটাই করতে দেখা গেল এক তরুণকে। ঘোলা জলে হাত ডুবিয়ে আমাজনের রাজাকে বার করে আনলেন এক তরুণ। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দেওয়া তেমনই এক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি হাতে একটি বিশাল সবুজ অ্যানাকোন্ডাকে নোংরা জল থেকে তুলে নিরাপদ জায়গায় ফিরিয়ে দিচ্ছেন এক তরুণ। সঙ্গে রয়েছেন আরও দু’জন তরুণ। হাঁটু গেড়ে বসে তরুণ একটি হাত ডুবিয়ে দিয়ে চোখের নিমেষে তুলে আনেন কালচে সবুজ রঙের ভয়ঙ্কর সাপটিকে। জল থেকে তোলার সঙ্গে সঙ্গে সাপটি তার মোটা শরীর দিয়ে তরুণের হাত পেঁচিয়ে ধরে। সময়মতো সাপটির প্যাঁচ খুলতে সাহায্য করেন আর এক তরুণ। যিনি সাপটিকে জল থেকে তুলে আনেন তিনি আশ্চর্য দক্ষতায় সাপের হাঁ মুখটি চেপে ধরে বন্ধ করে রাখেন, যাতে সাপটি কামড়াতে না পারে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামের ‘ডিলান এস ওয়াইল্ডলাইফ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে ভিডিয়োয় কোনও তথ্য পাওয়া যায়নি। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৭৪ হাজারের বেশি লাইক এবং প্রচুর কমেন্ট জমা পড়েছে তাতে। দৈত্যাকার সাপটিকে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সাপটির মাথা কোথায় আছে তা সঠিক ভাবে জানলেন কী ভাবে ওই তরুণ?’’