marriage proposal

কেকের সঙ্গে বিয়ের আংটি চিবোলেন প্রেমিকা! হতবাক হয়ে দেখলেন প্রেমিক, কী ঘটল তার পর

সেই কেকের উপরে পুরু মাংসের পরত ছিল। সেই মাংসের পরতে কামড় দিয়ে লিউ চিবোতে শুরু করেন। হঠাৎ করেই শক্ত একটি বস্তু দাঁতে কাটেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৩
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ের প্রস্তাবে চমক আনতে কেকের ভিতরে আংটি পুরে রেখেছিলেন তরুণ। খিদের চোটে গোগ্রাসে কেক খেতে গিয়ে আংটি চিবিয়ে খেয়ে ফেললেন প্রেমিকা। প্রেমিকের এই চমকের চোটে সোনার আংটি কেকের সঙ্গে গিলে ফেলতে গিয়েও কোনও রকমে সামলে ফেলেছেন তরুণী। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের গুয়াংআনের বাসিন্দা লিউ নামের তরুণী নিজের সেই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে প্রকাশ করেন। কেক খেতে গিয়ে এমন ভাবে তিনি আংটিটি কামড়ে ফেলেন যে, সেটি দু’টুকরো হয়ে যায়। সমাজমাধ্যমে পুরুষদের উদ্দেশে সতর্কবার্তা পোস্ট করে তিনি লেখেন, বিবাহের প্রস্তাব দেওয়ার সময় কেকের ভিতরে আংটি লুকোবেন না।

Advertisement

তাঁর পোস্টে লিউ বর্ণনা করেছেন যে, তিনি এক সন্ধ্যায় ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরেছিলেন। অবিলম্বেই তাঁর প্রেমিকের তৈরি করা কেক খেয়েছিলেন। সেই কেকের উপরে পুরু মাংসের পরত ছিল। সেই মাংসের পরতে কামড় দিয়ে লিউ চিবোতে শুরু করেন। হঠাৎ করেই শক্ত একটি বস্তু দাঁতে কাটেন তিনি। প্রাথমিক ভাবে, লিউ ধরে নিয়েছিলেন যে, কেকের গুণগত মানের সমস্যা রয়েছে এবং বেকারিতে অভিযোগ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি ।

প্রেমের প্রস্তাবের চমক যে এ ভাবে শেষ হবে, তা আশা করতে পারেননি লিউয়ের প্রেমিক। তিনি সেই ভাঙা আংটিটি পরিষ্কার করে লিউয়ের হাতে তুলে দিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। প্রথমে বিশ্বাস করতে না চাইলে পরে ভাল করে দেখে লিউ বুঝতে পারেন এটি একটি আংটি। তিনি সহাস্যে তাঁর প্রেমিকের প্রস্তাব গ্রহণ করেন। লিউয়ের সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই মজার মজার মন্তব্য করেন সেই ভিডিয়োয়। এক জন বলেছেন ‘‘ লিউয়ের কামড়ের শক্তি একটি প্রাপ্তবয়স্ক চিতার থেকে কম নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement