Bizarre

এত ‘কুৎসিত’! সদ্যোজাত সন্তানকে দেখে আঁতকে উঠলেন মা, মেনে নিতে অস্বীকারও করলেন, তার পর...

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে সদ্য মা হওয়া ওই তরুণীর নাম জেস। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু সন্তানের মুখ দেখার পরই নাকি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জানান ২০ বছর বয়সি তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:৫১
Share:

—প্রতীকী ছবি।

অনেকেই মনে করেন মায়ের ভালবাসার মতো সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই। সদ্যোজাত সন্তানকে যেমনই দেখতে হোক না কেন, মায়ের কাছে সে সব সময়ই সুন্দর। তবে ব্রিটেনের এক মহিলার ক্ষেত্রে তেমনটা হল না। সদ্যোজাতকে দেখে একেবারেই ভিন্ন প্রতিক্রিয়া দেখালেন তিনি। বলা ভাল একপ্রকার আঁতকেই উঠলেন। সেই খবরই উঠে এসেছে সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক’ পোস্টের প্রতিবেদনে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে সদ্য মা হওয়া ওই তরুণীর নাম জেস। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু সন্তানের মুখ দেখার পরই নাকি অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জানান ২০ বছর বয়সি তরুণী। সদ্যোজাতের মুখ দেখে শিশুটিকে নিজের বলে গ্রহণ করতেও নাকি প্রথমে রাজি হননি জেস। তাঁর দাবি ছিল, সদ্যোজাত ওই শিশুকে কুৎসিত এবং শিশুটি তাঁর নয়। এর পর কাঁদতেও শুরু করেন তরুণী। তবে কয়েক ঘণ্টা পরে শিশুটিকে আপন করে নেন তিনি। আদর করার জন্য বুকেও টেনে নেন সন্তানকে।

সেই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। সমালোচনার ঝড় উঠেছে। জেসকে নিষ্ঠুর তকমাও দিয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাবুন তো, যদি শিশুটি জানতে পারে যে জন্মের পর পরই আপনি ওকে নিয়ে মজা করছিলেন, তখন কী হবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement