Viral Video

স্বামীর সঙ্গে ঝগড়া, নিজেকে শেষ করতে বিদ্যুতের খুঁটিতে চড়লেন বধূ! তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে থাকা একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন শাড়ি পরিহিতা এক মহিলা। নীচে গ্রামবাসীদের ভিড়। পুলিশও উপস্থিত রয়েছে ঘটনাস্থলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:০৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। নিজেকে শেষ করতে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে চড়লেন বধূ। তবে প্রাণ রক্ষা পেয়েছে তাঁর। এক সাহসী পুলিশকর্মী নিজে বিদ্যুতের খুঁটি থেকে নীচে নামিয়ে আনেন মহিলাকে। প্রাণে বাঁচেন মহিলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, লালাপুর থানা এলাকার ছাথারা গ্রামের বাসিন্দা ওই বধূ স্বামীর সঙ্গে ঝগড়ার পর চরম পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন। সেইমতোই একটি বিশাল বিদ্যুতের খুঁটিতে উঠে পড়়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এর পর রাহুল সিংহ নামে এক পুলিশ কনস্টেবল নিজেও খুঁটিতে উঠে পড়েন। বুঝিয়ে-শুনিয়ে নীচে নামিয়ে আনেন মহিলাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে থাকা একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন শাড়ি পরিহিতা এক মহিলা। নীচে গ্রামবাসীদের ভিড়। পুলিশও উপস্থিত রয়েছে ঘটনাস্থলে। মহিলাকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করা হচ্ছে। এর পরেই এক কনস্টেবল খুঁটিতে উঠে নামিয়ে আনেন ওই মহিলাকে। মহিলাকে বাঁচানোর জন্য রাহুলের সাহস এবং প্রচেষ্টার প্রশংসা করেন পুলিশের ঊর্ধ্বতন কর্তারা।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জনাব খান ০৮’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই ওই পুলিশ কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement