Bizarre

জামাইয়ের সঙ্গে সম্পর্ক শাশুড়ির, হয়ে পড়েন অন্তঃসত্ত্বাও! ১৬ বছর গোপন ছিল ভয়ঙ্কর সত্য

দু’বছর পর মাথায় যেন বাজ পড়ে ওই মহিলার। তিনি জানতে পারেন যে, তাঁর কন্যা আবার হ্যারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর কন্যা যদি হ্যারির সঙ্গে তাঁর সম্পর্কের কথা কোনও ভাবে জানতে পেরে যান, সেই দুশ্চিন্তাই সব সময় করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১১:৪৬
Share:

—প্রতীকী ছবি।

কন্যার সুখের সংসার রয়েছে। স্বামী-সন্তান নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছেন তরুণী। কিন্তু কন্যাকে দেখে আনন্দ হয় না তাঁর মায়ের। মনের মধ্যে সর্ব ক্ষণ অস্বস্তি কাজ করে তাঁর। কারণ, ১৬ বছর ধরে এক ভয়াবহ সত্য গোপন করে রয়েছেন তিনি। তা প্রকাশ্যে এলে মেয়ের সংসার তছনছ হয়ে যাবে। রেডিটের পাতায় নাম গোপন রেখে সে কথাই জানিয়েছেন মহিলা।

Advertisement

ওই মহিলা জানান, তাঁর যখন ৩৮ বছর বয়স, তখন তিনি সুরাপান এবং মাদকের নেশায় ডুবে থাকতেন। সেই সময় তাঁর কন্যার বয়স ছিল ১৮ বছর। হ্যারি নামে ২৪ বছর বয়সি এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর কন্যা। কিন্তু তাঁদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। হ্যারির সঙ্গে সম্পর্কে ইতি টানেন তাঁর কন্যা। মহিলা জানান, কন্যার সঙ্গে বিচ্ছেদের পর হ্যারি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ আলাপ বজায় রাখার চেষ্টা করেছিলেন। প্রথমে এড়িয়ে গেলেও পরে হ্যারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। হ্যারির কাছ থেকে মাদকও কিনতেন তিনি।

বেশ কয়েক মাস হ্যারির সঙ্গে গোপনে সম্পর্কে ছিলেন তিনি। এর পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মহিলার দাবি, হ্যারিই সেই সন্তানের পিতা। কিন্তু সে কথা হ্যারিকে জানাননি তিনি। কাউকে এই বিষয়ে না জানিয়ে গর্ভপাত করিয়েছিলেন তিনি। কিন্তু দু’বছর পর মাথায় যেন বাজ পড়ে ওই মহিলার। তিনি জানতে পারেন যে, তাঁর কন্যা আবার হ্যারির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পাছে গোপন সত্য প্রকাশ্যে আসে, সেই ভয়ে হ্যারির সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা করেন ওই মহিলা।

Advertisement

ভবিষ্যতের কথা ভেবে হ্যারিও তা গোপন রাখাই শ্রেয় মনে করেন। তার পর কেটে গিয়েছে আরও ১৬ বছর। হ্যারিকে বিয়ে করেছেন তাঁর কন্যা। স্বামী এবং সন্তান নিয়ে ভরা সংসার তরুণীর। তবে ১৬ বছর ধরে সব সময় ভয়ে ভয়ে থাকেন ওই মহিলা। তাঁর কন্যা যদি হ্যারির সঙ্গে তাঁর সম্পর্কের কথা কোনও ভাবে জানতে পেরে যান, সেই দুশ্চিন্তাই সব সময় করেন তিনি। হ্যারির সামনেও তিনি সব সময় স্বাভাবিক থাকতে পারেন না। এক অস্বস্তি বোধ কাজ করে দু’জনের মধ্যে। এই পরিস্থিতি আদৌ কোনও দিন স্বাভাবিক হবে কি না তা নিয়েই চিন্তায় রয়েছেন মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement