Bizarre Relationship

পাঁচ বছর ধরে স্বামীর শয্যাসঙ্গী ‘বেস্ট ফ্রেন্ড’, জানতে পেরে বন্ধুকে ‘ধন্যবাদ’ জানিয়ে শহরে ব্যানার টাঙালেন তরুণী!

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, হুনান প্রদেশের এক তরুণী সম্প্রতি জানতে পেরেছেন যে, তাঁর প্রিয় বন্ধু শি-র সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। পাঁচ বছর ধরে নিয়মিত স্বামীর শয্যাসঙ্গী হচ্ছেন সেই বন্ধু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

স্বামীর শয্যাসঙ্গী তাঁরই প্রিয় বন্ধু! তাঁকে লুকিয়ে সঙ্গম করছে বিগত পাঁচ বছর ধরে। ব্যঙ্গ করে সেই বন্ধুকেই ‘ধন্যবাদ’ জানালেন তরুণী। তাঁর নামে ব্যানারও লাগালেন শহরে। অদ্ভুত ঘটনাটি ঘটেছে চিনের হুনান প্রদেশের চাংশায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে সে দেশে। সমাজমাধ্যমেও ঝড় তুলেছে ঘটনাটি।

Advertisement

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, হুনান প্রদেশের এক তরুণী সম্প্রতি জানতে পেরেছেন যে, তাঁর প্রিয় বন্ধু শি-র সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। পাঁচ বছর ধরে নিয়মিত স্বামীর শয্যাসঙ্গী হচ্ছেন সেই বন্ধু। বিষয়টি জানতে পেরে মন ভাঙে তাঁর। ঠিক করেন, উচিত শিক্ষা দেবেন প্রিয় বন্ধুকে। এর পরেই তিনি বন্ধুকে ‘ধন্যবাদ’ জানাতে পুরো বিষয়টি ব্যানারে ছাপিয়ে টাঙিয়ে দেন বন্ধুরই আবাসনের বাইরে।

জানা গিয়েছে, প্রিয় বন্ধুর আবাসনের বাইরে ব্যঙ্গ করে টাঙানো সেই ব্যানারগুলি ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যানারে লেখা ছিল, ‘‘শি বিগত ১২ বছর ধরে আমার প্রিয় বন্ধু এবং পাঁচ বছর ধরে আমার স্বামীকে সে যৌনসেবা দিচ্ছে। তোকে ধন্যবাদ বন্ধু।’’ অন্য এক ব্যানারে লেখা, ‘‘শি অফিসের সময় আমার স্বামীর সঙ্গে হোটেলে যেত।’’ যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ব্যানারগুলি ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

Advertisement

ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চিনা সমাজমাধ্যমে। হইচইও ফেলেছে। নেটাগরিকদের অনেকেই ওই তরুণীর কাজের প্রশংসা করেছেন। স্বামী এবং বন্ধুকে ত্যাগ করারও পরামর্শ দিয়েছেন অনেকে। তবে কেউ কেউ আবার ওই তরুণীর ব্যনার টাঙানোর কারণে তাঁর স্বামী এবং বন্ধুর জীবনে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement