ছবি: সংগৃহীত।
ব্যাঙ্কিং ক্ষেত্রে ১৪ বছর কাজের অভিজ্ঞতা। তবু হাতে চাকরি নেই। বেঙ্গালুরুর ফুটপাতে বসে ভিক্ষা করতে দেখা গেল তেমনই এক যুবককে। প্ল্যাকার্ড হাতে নিয়ে ট্রাফিক সিগন্যালের কাছে ফুটপাতে বসে থাকা ওই যুবকের ছবি ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
বেঙ্গালুরু শহর পরিচিত ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে। মনে করা হয় ভাল চাকরি এবং কেরিয়ার গড়ার সুযোগ— দুই-ই মেলে সেই শহরে। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা শহরের অন্য একটি দিক প্রকাশ্যে এনেছে বলে মনে মনে করা হচ্ছে। ব্যাঙ্কিং ক্ষেত্রে ১৪ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন এক জন যুবককে ট্রাফিক সিগন্যালের কাছে ফুটপাতে বসে থাকতে দেখা গিয়েছে। হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে বসে ছিলেন তিনি। ভিক্ষা করছিলেন। প্ল্যাকার্ডের লেখা অনুযায়ী, ওই যুবক চাকরি হারিয়েছেন। শহরে থাকার মতো কোনও বাড়িও নেই তাঁর।
পুরো বিষয়টি উঠে এসেছে সমাজমাধ্যম রেডিটের একটি পোস্টে। পোস্টটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, “ভারতের সিলিকন ভ্যালির সিগন্যালে আইটি স্নাতক। বেঙ্গালুরুর একটি বিখ্যাত সিগন্যালে এঁর সঙ্গে দেখা হয়েছিল। দেখে যতই খারাপ লাগুক না কেন, আমি শুধু ভাবছি, এর জন্য দায়ী কে? সমাজ না কি এই ব্যক্তির নিজের?”
যুবকের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরই বিস্মিত নেটপাড়া। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। এত দিনের কাজের অভিজ্ঞতা থাকা কেউ চাকরি-বাড়ি হারিয়ে পথে বসেছেন, তা বিশ্বাসই করতে পারছেন না নেটাগরিকদের একাংশ। আবার অনেকে যুক্তি দিয়েছেন, যুবকের এমন অবস্থা তাঁর নিজের জন্যও হতে পারে। তাই আগে থেকে কিছু ভেবে নেওয়া অনুচিত। ভাইরাল পোস্ট দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবক কি প্রতিবন্ধী? তা হলে সহানুভূতি থাকল। আর যদি না হন তা হলে এক জন কর্মক্ষম যুবকের এ ভাবে ভিক্ষা করার কোনও কারণ নেই, বিশেষ করে বেঙ্গালুরুর মতো শহরে। কারণ এই শহরে প্রচুর চাকরি রয়েছে। ভাল বেতন না-ও মিলতে পারে প্রথমে। কিন্তু ভিক্ষার থেকে তো ভাল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বেঙ্গালুরু শহরের অন্য ছবি। যুবকের জন্য খারাপ লাগছে। যদিও পুরো বিষয়টি না জেনে মন্তব্য করা উচিত নয়।’’