Bizarre leave application

‘মানসিক স্বাস্থ্য ভাল নয়’ বলে ছুটি নিলেন! বসের চোখে পড়তেই ফাঁস আসল সত্যি, অপ্রস্তুত তরুণী

অসুস্থতার অজুহাত দেখিয়ে তরুণী ছুটি নিয়েছিলেন অফিসে। তাঁর এই মিথ্যা ধরা পড়ে অফিসের বসের কাছে। কী জন্য তিনি ছুটি নিয়েছিলেন সেই সত্যিটা প্রকাশ্যে আসে। তাঁকে ডেকে পাঠিয়েছেন সংস্থার মানবসম্পদ দফতরের প্রধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১০:২৪
Share:

ছবি: প্রতীকী।

এমন অনেক কর্মক্ষেত্র রয়েছে যেখানে চাইলেও ছুটি মেলে না। পাওনা ছুটি চাইলে মঞ্জুর করা হয় না সেই ছুটি। তাই মিথ্যা অজুহাত দেখিয়ে ছুটির আবেদন করতে হয় কর্মীদের। অনেকেই অসুস্থ থাকার ভান করে বসের কাছ থেকে ছুটি মঞ্জুর করেন। তার পর বেড়াতে যান বা অনুষ্ঠানে যোগ দিতে চলে যান। অনেক সময় গুরুত্বপূর্ণ কোনও কাজ পড়ে গেলে মিথ্যার আশ্রয় নিয়ে ছুটি নিতে হয়। কিন্তু প্রতি বারই ভয় থাকে যে এই মিথ্যা যদি ধরা পড়ে তা হলে অফিসে কী জবাব দেওয়া হবে? তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন এক তরুণী।

Advertisement

মানসিক ভাবে উদ্বিগ্ন তিনি, এই কারণ দেখিয়ে তরুণী ছুটি নিয়েছিলেন অফিসে। তাঁর এই মিথ্যা ধরা পড়ে অফিসের বসের কাছে। কী জন্য তিনি ছুটি নিয়েছিলেন সেই সত্যিটা প্রকাশ্যে আসে। তাঁকে ডেকে পাঠিয়েছেন সংস্থার মানবসম্পদ দফতরের প্রধান। এই ঘটনাটি রেডিটে শেয়ার করেছেন এক ব্যবহারকারী। তাঁর এক তুতো বোন মিথ্যা বলে ছুটি নিয়ে বসের কাছে ধরা পড়ে গিয়েছেন। পোস্টে লেখা হয়েছে, ‘‘আমার বোন মানসিক অবসাদের কথা বলে ছুটি নিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে চলে গিয়েছিল। বসের স্ত্রী ইনস্টাগ্রামের রিলে লেহঙ্গা পরে বোনকে নাচতে দেখেছেন।’’ সেই ঘটনা জানার পর, ছুটি নেওয়ার কারণ সঠিক ভাবে ব্যাখ্যা করার জন্য এখন তরুণীকে তাঁর সংস্থার মানবসম্পদ দফতর থেকে তলব করা হয়েছে। পোস্টদাতা লিখেছেন এখন তাঁর বোন ক্যানভাতে ভুয়ো চিকিৎসা শংসাপত্র তৈরির জন্য অনুরোধ করেছেন।

ঘটনাটি রেডিটে ভাইরাল হয়েছে। ছুটি সংক্রান্ত আবেদনে মিথ্যা বলার জন্য তরুণীকে উপহাস করেছেন বহু নেটাগরিকই। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘যদি এইচআরের কাছে এই রেডিট পোস্টটি পৌঁছোয়, তা হলে আরও ঝামেলা হবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মিথ্যা বলে ছুটি নেওয়ার মতো উদাহরণ তিনি নিজের অফিসেই দেখতে পান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement