Wedding special 2022

বিয়ের চিঠির সঙ্গে সুসজ্জিত পাখির খাঁচা অথবা সুগন্ধি মোমবাতি? বদলে যাক নিমন্ত্রণের সংজ্ঞা!

সুসজ্জিত ছোট্ট পাখির খাঁচার সঙ্গে জোড়া কার্ড। যেমন দেখতে অসাধারণ, তেমনই বেশ অন্য রকম উপহার হিসাবে নজর কাড়বে নিমন্ত্রিত অতিথির।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৯:১৫
Share:

নিমন্ত্রণ হোক নতুন ভাবে

বিয়ের আমন্ত্রণপত্র বিবাহ অভিযানের একটি উল্লেখযোগ্য বিষয়। আমন্ত্রিত অতিথিদের কাছে পাত্র-পাত্রীর যাবতীয় খুঁটিনাটি, বিয়ের স্থান ও সময় জানানোর মাধ্যম হিসেবে এখনও এর কদর সবচেয়ে বেশি।

Advertisement

ইদানিং বাঙালি বিয়েতেও আমন্ত্রণের সঙ্গে নানা ধরনের উপহার দেওয়ার চল হয়েছে। কখনও কার্ডের সঙ্গে চারাগাছ, কখনও ছোট্ট একটা মূর্তি অথবা ছোট্ট একটি পাখির খাঁচা- থাকছে এমন হাজারো চমক। এমনই কিছু বিরল অথচ অন্য রকম আমন্ত্রণ পত্রের ভাবনা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কিউরিও বক্স: সাধারণ বাক্স বা কাচের বাক্স হতে পারে। বিয়ের হ্যাশট্যাগ বা লোগো, এমনকি নাম লেখা বাক্সও ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে অতিথি এই বাক্স পুনর্ব্যবহার করতে পারবেন।

Advertisement

পাখির খাঁচা: সুসজ্জিত ছোট্ট পাখির খাঁচার সঙ্গে জোড়া কার্ড। যেমন দেখতে অসাধারণ, তেমনই বেশ অন্য রকম উপহার হিসাবে নজর কাড়বে নিমন্ত্রিত অতিথির।

কোস্টার: কোস্টার সেটও দিতে পারেন আমন্ত্রণ উপহার হিসাবে। অথবা কাস্টমাইজড কোস্টারও দিতে পারেন, যাতে পাত্রপাত্রীর নাম, বিয়ের দিন, স্থান খোদাই করা থাকবে। উপহারে নতুনত্ব আনতে দিতে পারেন এটি।

লাগেজ ট্যাগ: উপহার হিসাবে লাগেজ ট্যাগ? শুনতে অবাক লাগলেও এখন এটাই ট্রেন্ডের পথে হেঁটে যাচ্ছে ক্রমশ। বিভিন্ন উক্তি লেখা ট্যাগ ব্যবহার করতে পারেন অথবা পুরো ট্যাগটিকেই আমন্ত্রণ পত্র বানিয়ে ফেলতে পারেন। সঙ্গে থাকুক নানা ডিজাইন।

সুগন্ধি মোমবাতি: সুরুচিপূর্ণ এবং আভিজাত্যের ছোঁয়ায় এই সুগন্ধি মোমবাতির মনমাতানো গন্ধ বারবার আপনার কথা মনে করিয়ে দেবে অতিথিকে। মোমবাতির কৌটোর গায়ে লেখা থাকবে বিয়ে সম্পর্কে সবিস্তার তথ্য।

বীজ: চারা নয়, এখন গাছের বীজকেই উপহার হিসেব বেছে নিচ্ছেন বেশির ভাগ মানুষ। এক দিকে যেমন সুবহ, তেমনই অন্য দিকে ভাল থাকার সুবিধাও রয়েছে। আপনার স্বপ্নের বিয়েতে পরিবেশবান্ধব আমন্ত্রণ জানাতেই পারেন, কী বলেন?

শো পিস: ছোট্ট মানানসই মূর্তি অথবা অন্য কোনও শো পিস আপনার আমন্ত্রণের সংজ্ঞা বদলে দিতে পারে। কার্ডের সঙ্গে আলাদা ভাবে রাখা যেতে পারে অথবা শো পিসের সঙ্গেই কার্ডটি জুড়ে দেওয়া যেতে পারে।

হ্যান্ড পেন্টেড বক্স: শিল্পের গুরুত্ব সব সময়ই বেশি। উপহার হিসাবে তালিকায় রাখা যেতে পারে কাঠের ছোট বাক্স, যার উপরে হাতে আঁকা নকশা ও অন্যান্য নানা কারুকার্য থাকবে। কার্ডটি বাক্সের ভিতরে রাখা যেতে পারে। সঙ্গে থাকুক নানা ধরনের রঙিন পাথর।

এই প্রতিবেদনটি 'সাত পাকে বাঁধা' ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন