News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএল-এ কলকাতা বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টে নাগাদ ওই খেলাটি শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ০৭:০৪
Share:

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পোর্ট ব্লেয়ার থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ মে সন্ধ্যায় অন্ধ্র উপকূলে পৌঁছনোর কথা ‘অশনি’র। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূলের দিকে এগোবে। আজ, সোমবার সেই পরিস্থিতির প্রতি মুহূর্তের খবর দেখা যাবে আনন্দবাজার অনলাইনে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রবীন্দ্রনাথের জন্মদিবস পালন

Advertisement

আজ রবীন্দ্রনাথের ১৬২তম জন্মদিবস উপলক্ষে দুই বাংলায় নানান অনুষ্ঠান রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সকাল সাড়ে ১০টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন মন্ত্রী ব্রাত্য বসু। দুপুর ১টায় রবীন্দ্র সদনে রবীন্দ্রমূর্তির সামনে থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ওই একই সময়ে নবান্নে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করবেন মন্ত্রী মনোজ তিওয়ারি। বিকেল সাড়ে ৩টেয় ক্যাথিড্রাল রোডে শ্রদ্ধাজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কাশীপুরে বিজেপি নেতার মৃত্যু তদন্ত

কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুরহস্যের তদন্তের দিকে আজ নজর থাকবে। তাঁর ময়নাতদন্ত হয়েছে আলিপুর কমান্ড হাসপাতালে। ওই ঘটনায় তদন্ত জারি রেখেছে পুলিশ।

ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন।

১২-১৫ মে বিধাননগরে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সেই উপলক্ষে আজ দুপুর দেড়টায় রয়েছে সাংবাদিক সম্মেলন, সংগঠনের রাজ্য দফতরে। উপস্থিত থাকতে পারেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

গ্রাফিক: সনৎ সিংহ।

দেশের কোভিড পরিস্থিতি

ভারতে এই মুহূর্তে মোট ২০ হাজার ৬৩৫ জন করোনা রোগী রয়েছেন। সংখ্যাটি রোজই কিছুটা করে বাড়ছে। গত ২৪ ঘণ্টার হিসেব বলছে করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। শুক্র থেকে শনিবার পর্যন্ত ৩৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। শনি থেকে রবিবার পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৫১ জন। আজ সংক্রমণ সংখ্যা কত হয় সে দিকে নজর থাকবে।

আইপিএল

আজ আইপিএল-এ কলকাতা বনাম মুম্বইয়ের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টে নাগাদ ওই খেলাটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement