বাড়িতে গুলি, আহত এক

নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের নানান ঘটনার মধ্যেই আবার গুলি চলল কলকাতায়। গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। কিন্তু কে বা কারা কোথা থেকে গুলি ছুড়ল এবং কেন ছুড়ল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:২৯
Share:

নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের নানান ঘটনার মধ্যেই আবার গুলি চলল কলকাতায়। গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। কিন্তু কে বা কারা কোথা থেকে গুলি ছুড়ল এবং কেন ছুড়ল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। পুলিশি সূত্রের খবর, শনিবার রাত ২টো নাগাদ চিংড়িহাটা এলাকায় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রঞ্জন সর্দার নামে এক গাড়িচালক। তাঁর অভিযোগ, গভীর রাতে কে বা কারা তাঁর বাড়ি লক্ষ করে গুলি চালায়। গুলি তাঁর পায়ে লাগে। পুলিশ রঞ্জনবাবুর ঘর থেকে তিন রাউন্ড তাজা গুলি এবং দু’টি গুলির খোল পেয়েছে। তাদের অনুমান, গুলি চালানো হয়েছে ভিতর থেকেই। বাইরের কেউ গুলি করল, নাকি রঞ্জনবাবু নিজেই গুলি চালিয়েছেন, জিজ্ঞাসাবাদ করে সেই রহস্যভেদের চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement