Carbide Gun

মধ্যপ্রদেশের পর বাংলাতেও কার্বাইড বন্দুকের আতঙ্ক! ‘বোমার মতো বিস্ফোরণে’ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ১০ জনের

দীপাবলির আগে থেকে দেশ জুড়ে ‘কার্বাইড গান’-এর এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে অনেকে বাজি কিনেছেন। কেউ কেউ আবার বাড়িতেই বানিয়েছেন। আর তাতেই বিপত্তি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৫:০০
Share:

মালদহে কার্বাইড বন্দুকের বিস্ফোরণে চোখের দৃষ্টি হারাতে বসেছেন, এমন ১০ জনের সন্ধান মিলেছে। ছবি: পিটিআই।

মধ্যপ্রদেশে দীপাবলিতে আঁধার ডেকে এনেছে কার্বাইড বন্দুক। এই বাজির বিস্ফোরণে সেখানে অন্তত ১৪ শিশুর চোখ নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতি বাংলাতেও। মালদহে কার্বাইড বন্দুকের বিস্ফোরণে চোখের দৃষ্টি হারাতে বসেছেন, এমন ১০ জনের সন্ধান মিলেছে।

Advertisement

শুক্রবার মালদহ শহরের চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখোপাধ্যায়ের কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরোর আকাশ বিশ্বাস। তার বাড়ি গাজোলের প্রত্যন্ত গ্রামে। কার্বাইড বন্দুক ফেটে চোখে আঘাত পেয়েছে সে। একই ভাবে আঘাত পেয়েছে হবিবপুরের বছর কুড়ির কিশোর বিশ্বাস। কিশোর বলেন, ‘‘আমাদের গ্রামের একটি ছেলে কার্বাইড গান তৈরি করেছিল। তাতে আগুন ধরে যায়। নেবানোর সময় কার্বাইডে হাত লেগেছিল।‌ ভুলবশত সেই হাত চোখে লাগে। তার পর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছি।’’

মালদহের আর এক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা বলেন, ‘‘ক্যালশিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।’’

Advertisement

প্রসঙ্গত, দীপাবলির আগে থেকে দেশ জুড়ে ‘কার্বাইড গান’-এর এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে অনেকে বাজি কিনেছেন। কেউ কেউ আবার বাড়িতেই বানিয়েছেন। আর তাতেই বিপত্তি। তিন দিনে মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ বিস্ফোরণে জখম হয়েছে ১২২ জনেরও বেশি শিশু। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই বাজি সরাসরি চোখের ক্ষতি করছে। বিস্ফোরণে ছিটকে বেরোনো ধাতব টুকরো, প্লাস্টিকের টুকরো আর কার্বাইড গ্যাসের বাষ্পে চোখের রেটিনা পুড়ে যাচ্ছে। বহু ক্ষেত্রে আক্রান্ত শিশুদের চোখের মণি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, চিরকালের মতো দৃষ্টিশক্তি হারিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement