Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

উত্তরবঙ্গে মমতা। ধূপগুড়িতে সভা অভিষেকের। দ্রৌপদীর কর্মসূচি বাংলায়। মানিকের সম্পত্তির হলফনামা জমা হাই কোর্টে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ০৭:৪৩
Share:

ছবি পিটিআই।

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। মমতার আরও কয়েকটি কর্মসূচি রয়েছে সেখানে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

উত্তরবঙ্গে অভিষেকের সভা

Advertisement

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টোয় ধূপগুড়িতে তাঁর সভা রয়েছে।

রাজ্যে দ্রৌপদীর সফর

আজ বিবেকানন্দের বাড়ি পরিদর্শনে যাবেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর সেখানে যাওয়ার কথা। এর পর সকাল ১০টা নাগাদ ইএম বাইপাসের একটি হোটেলে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু।

মানিক-মামলা হাই কোর্টে

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সম্পত্তির হলফনামা তলব করেছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে হলফনামা জমা দেওয়ার কথা মানিকের।

শ্রীলঙ্কার পরিস্থিতি

আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ‘বেপাত্তা’ । প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের গদিও টলমল। প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষোভকারীরা। এমন অরাজক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে। আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যের কোভিড পরিস্থিতি

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা টানা তিন দিন তিন হাজারের দোরগোড়ায় থাকার পর সোমবার দু’হাজারের নীচে নেমে এল। কিন্তু রাজ্যে দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৯১৫ জন। এই অবস্থায় আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।

দেশের সার্বিক কোভিড পরিস্থিতি

টানা চার দিন দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৮ হাজারের উপরে থাকলেও সোমবার সেই সংখ্যা অনেকটা নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা কমে হল ১৬,৬৭৮।

মহারাষ্ট্রের রাজনীতি

একনাথ শিন্ডে বনাম উদ্ধব ঠাকরে শিবিরের আইনি লড়াইয়ে সোমবার খানিকটা বিরতি নিয়েছে সুপ্রিম কোর্ট। দু’পক্ষের বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থার দিকে নজর থাকবে।

ভারত-ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ

আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ হবে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন