News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট বেশ কিছুটা কম। তার প্রভাবে বৃষ্টি হতে পারে রাজ্যে। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ০৬:৫৪
Share:

ফাইল চিত্র।

হাওড়া ও বালি বিল নিয়ে জটিলতার মধ্যেই রাজ্যের বাকি থাকা পুরসভাগুলির ভোট আজ, সোমবার ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। তাই আজ বিকেল ৪টের সময় কমিশনের সাংবাদিক বৈঠকের দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

হাওড়া বিল নিয়ে বিতর্ক

Advertisement

হাওড়া ও বালি পুরসভার বিলে এখনও পর্যন্ত স্বাক্ষর করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। তাই আইনত ওই দু'টি পুরসভা স্বতন্ত্র হয়নি। ফলে এখনই সেখানে পুরনির্বাচন সম্ভব নয়। আর এ নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য ও রাজ্যপালের মধ্যে। তবে ভোটের দিন ক্ষণ ঘোষণার একবারে শেষ মুহূর্তে দেখার আজ রাজ্যপাল ওই বিলে স্বাক্ষর করেন কি না।

মানবাধিকার নিয়ে বৈঠক বিধানসভায়

লোকায়ুক্ত নিয়োগ ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন এবং এক সদস্য নির্বাচন নিয়ে আজ একটি বৈঠক রয়েছে বিধানসভায়। ওই বৈঠকে থাকার কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। বেলা সাড়ে ১২টা নাগাদ ওই বৈঠকটি রয়েছে। তবে ওই বৈঠকে না থাকার কথা আগেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কুলতলিতে বাঘ

ছয় দিন ধরে বাঘের আতঙ্কে দিন কাটছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি গ্রামের বাসিন্দাদের। সেখানে নানা উপায়ে বাঘ ধরার কাজ শুরু করেছেন প্রশাসনের কর্তারা। আজ দেখার বাঘ ধরা পড়ে কি না।

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট এবং অ্যাশেজ

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন। দুপুর দেড়টা থেকে শুরু হচ্ছে ওই খেলা। অন্য দিকে আজ অ্যাশেজের ম্যাচও রয়েছে। তৃতীয় টেস্টে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ আজ দ্বিতীয় দিনে পড়ল। ভোর সাড়ে ৫টা থেকে ওই খেলাটি শুরু হয়েছে।

সলমনের জন্মদিন

বলিউডের ভাইজান সলমন খানের আজ জন্মদিন। তবে ধুমধাম করে ওই জন্মদিন পালন হবে না বলেই সলমনের পরিবার সূত্রে খবর। অন্য দিকে, রবিবার অভিনেতাকে সাপে কামড়ায়। যা তাঁর অনুগামীদের জন্য খারাপ খবর। তবে তিনি এখন সুস্থ আছেন। সব মিলিয়ে আজ সলমনের জন্মদিন কেমন কাটে সেটাই দেখার।

গ্রাফিক্স: সনৎ সিংহ।

কোভিড ও ওমিক্রন

দেশ তথা রাজ্য জুড়ে বাড়ছে কোভিদ আক্রান্তের সংখ্যা। বড়দিনের উৎসবের ঢেউ এখনও এসে পড়েনি। তার আগেই কোভিডের এই বাড়বাড়ন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের মনে। আবার এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন। এই অতিমারি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজ চালু করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকেও।

আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট বেশ কিছুটা কম। তবে তার প্রভাবে বৃষ্টি হতে পারে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement