দুর্গাপুরের সুচেতা সরকার এবং তাঁর শিশুকন্যাকে খুনের অভিযোগে ধৃত সমরেশ সরকারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নচিকেতা বেরা এই নির্দেশ দেন। গত ২৯ অগস্ট সুচেতা এবং তাঁর শিশুকন্যার দেহের খণ্ডাংশ নদীতে ফেলতে গিয়ে ধরা পড়েন সমরেশ। এ দিন পুলিশ সমরেশকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। আদালতে বিচারক সমরেশের কাছে জানতে চান, তাঁর তরফে কোনও আইনজীবী আছেন কি না। উত্তরে ‘না’ বলেন তিনি। সরকারি আইনজীবী টুলু দলুই বলেন, ‘‘অভিযুক্তের আইনজীবী না থাকায় আদালতের পক্ষ থেকে লিগাল এইড ফোরামের কাছে তাঁর জন্য আইনজীবীর ব্যবস্থা করতে বলা হয়েছে।’’