Sandhya Mukhopadhyay

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

চার পুরসভার ভোটে রিগিং, সন্ত্রাসের অভিযোগে দুপুর ২টোয় রাজ্যের সব জেলাশাসকের দফতরে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ করবে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৩
Share:

ফাইল চিত্র।

সোমবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরনিগমের ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। কে, কোথায় এগিয়ে-পিছিয়ে তার প্রতি মুহূর্তের আপডেট জানা যাবে আনন্দবাজার অনলাইনে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

তিন রাজ্যের বিধানসভা ভোট

Advertisement

আজ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। এ ছাড়া গোয়া এবং উত্তরাখণ্ডে বিধানসভা ভোটগ্রহণ রয়েছে।

হিজাব মামলার রায়

হিজাব বিতর্ক অব্যাহত কর্নাটকে। এই অবস্থায় আজ হিজাব মামলার রায় দিতে পারে কর্নাটক হাই কোর্ট। কী রায় দেয় আদালত সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ

উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চার দিনের উত্তরবঙ্গ সফরে আজ রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যেতে পারেন তিনি। এ ছাড়া রাজবংশী নেতা পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর কথা তাঁর।

পুরভোটে রিগিং নিয়ে প্রতিবাদ বিজেপি-র

চার পুরসভার ভোটে রিগিং, সন্ত্রাসের অভিযোগে দুপুর ২টোয় রাজ্যের সব জেলাশাসকের দফতরে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ করবে বিজেপি। নজর থাকবে সে দিকে।

আইএসএল

আজ আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

কেমন থাকেন সন্ধ্যা মুখোপাধ্যায়

আজ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার দিকে নজর থাকবে। তাঁরা দু'জনেই দু'সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন