Coronavirus in West Bengal

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ০৭:১৩
Share:

ফাইল চিত্র।

গত তিন-চার দিনের তুলনায় শুক্রবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে চিন্তার বিষয়, রাজ্যে ২০ হাজারের নীচে নামেনি। এবং বেড়েছে মৃত্যুর সংখ্যাও। শুধু কলকাতাতেই সংক্রমণের হার বেড়েছে ৪৫ শতাংশ। এমতাবস্থায় আজ, শনিবার আলোচনার কেন্দ্রে থাকবে রাজ্যের করোনা পরিস্থিতি।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

ময়নাগুড়ি রেল দুর্ঘটনা

Advertisement

বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেল দুর্ঘটনা হয়। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। আজ নজর থাকবে তাঁরা কেমন আছেন? এ ছাড়া ওই ঘটনা নিয়ে রেলের তদন্ত সম্পর্কিত বিষয়ও আলোচনায় থাকবে।

চার পুরভোট স্থগিত কি না

কোভিড আবহে রাজ্যের চার পুরসভার ভোট পিছনোর পরামর্শ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই মতো আজ সিদ্ধান্ত নিতে পারে রাজ্য নির্বাচন কমিশন। অন্য দিকে, এ নিয়ে আজ রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে পারে কমিশন। দুপুরে ওই বৈঠকটি হওয়ার কথা। তার পরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে কমিশন।

গ্রাফিক:- শৌভিক দেবনাথ।

গঙ্গাসাগর মেলা

চলছে গঙ্গাসাগর মেলা। শুক্রবার, মকর সংক্রান্তির দিন পুণ্যস্নান করেছেন পুণ্যার্থীরা। তবে অন্য বারের তুলনায় এ বার ভিড় কিছুটা কম সাগরে। করোনা পরিস্থিতির জন্যই ভিড় কম বলে মনে করা হচ্ছে। তবে অনেকে মনে করছেন, এ বারের ভিড় লাখ ছাড়িয়ে যাবে। চিন্তার কারণ, অনেক পুণ্যার্থীই যথাযথ কোভিড বিধি মানছেন না।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্ট

আজ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে এই খেলাটি শুরু হওয়ার কথা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন