Operation Case in SSKM

স্বাস্থ্য-সাথী এসএসকেএম: পাঁচ দিনে ১৭৫ জনের গলব্লাডার অপরারেশন! ‘রেকর্ডে’ উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

মাত্র ১২০ ঘণ্টায় অপেক্ষামান ১৭৫ জনের গলব্লাডার অপারেশন হয়েছে এসএসকেএমে। বিভিন্ন জেলা থেকে রোগীরা গলব্লাডারের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

টানা পাঁচ দিনে ১৭৫ জন রোগীর গলব্লাডার অপরারেশন করে নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। শুধু তা-ই নয়, প্রত্যেকটি অস্ত্রোপচারই সফল হয়েছে। এসএসকেএমের এ হেন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে এসএসকেএমের সাফল্যের কথা তুলে ধরেছেন তিনি। ‘দৃষ্টান্ত’ স্থাপন করা হল বলে মন্তব্যও করেছেন মমতা।

Advertisement

মাত্র ১২০ ঘণ্টায় অপেক্ষামান ১৭৫ জনের গলব্লাডার অপারেশন হয়েছে এসএসকেএমে। বিভিন্ন জেলা থেকে রোগীরা গলব্লাডারের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। প্রত্যেকেরই গলব্লাডারে পাথর ছিল। তা অস্ত্রোপচারের মাধ্যমে বার করার প্রয়োজন ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছিলেন, গত পাঁচ দিনের মধ্যেই এই সব অস্ত্রোপচার শেষ করবেন। সেই মতোই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের শল্য চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারগুলি করেন। প্রত্যেকটি অস্ত্রোপচারই নিখুঁত ভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীরা সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

এসএসকেএমের এই কৃতিত্বে খুশি বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর এক্স পোস্ট, ‘‘এটি বিশেষ উদ্যোগ। যদি আমাদের চিকিৎসকেরা একসঙ্গে কাজ করেন, তবে কী অসাধ্য সাধন সম্ভব, তা প্রমাণিত!’’ মমতা আরও লেখেন, ‘‘দেশের অন্য রাজ্যের থেকে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেকটা এগিয়ে, তা আবার প্রমাণ করল এই নয়া রেকর্ড।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement