BSF

News of the day: দ্বিতীয় টি২০ ম্যাচে নামছে ভারত, বেড়েই চলেছে বিএসএফ নিয়ে বিতর্ক, আজ নজরে আর কী কী 

সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র সীমানা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৭:৪০
Share:

ছবি: সংগৃহীত।

প্রথম ম্যাচে জয়ের পর আজ, শুক্রবার দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। রাঁচীতে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা। নিউজিল্যান্ডের ভারত সফরের এই ম্যাচে জিততে পারলেই রোহিত শর্মারা টি-২০ সিরিজ জিতে নেবে‌ন। ফলে আজ নজর থাকবে ওই খবরের দিকে।

Advertisement

সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র সীমানা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। এ প্রসঙ্গে মুখ খুলে আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন চিত্রপরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। উল্টো দিকে, রাজ্যের বিরোধী দল বিজেপি এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। ফলে বিএসএফ ক্ষমতা বৃদ্ধি চলা ওই বিতর্কের দিকে আজ নজর থাকবে।

আরও পড়ুন:

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ফের দুই শতাধিক বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায়ও দৈনিক আক্রান্ত শতাধিক। তবে এক দিনে কোভিড রোগীদের মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। দৈনিক টিকাকরণ হয়েছে ৪ লক্ষ ৮০ হাজারের বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। যা বুধবারের বুলেটিনে প্রকাশিত দৈনিক সংক্রমণের থেকে কম। বুধবার ওই সংখ্যাটি ছিল ৮৬০। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। ফলে আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

Advertisement

এ ছাড়া আজ নজর থাকবে কলকাতা-হাওড়া এবং আগরতলা পুরসভার ভোট ও আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন