Rajpur Sonarpur Incident

ক্লাবে ঢুকিয়ে মুখে পিস্তল ভরে মার! মাঠের দখল নিয়ে রণক্ষেত্র রাজপুর সোনারপুরের ১ নম্বর ওয়ার্ড, ধৃত ২

ধৃতদের নাম বাপ্পা গুছাইত এবং রাজু পাইক। পুলিশ সূত্রে খবর, এলাকার মাঠ দখলের একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। সেই সঙ্গে প্রতিবাদীর উপর হামলা করার অভিযোগ আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৪:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাঠের দখল ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনাপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকায়। ক্লাবে ঢুকিয়ে স্থানীয় এক যুবককে ভীতিপ্রদর্শন এবং মারধর করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার দু’জন। বাজেয়াপ্ত হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র এবং গুলি।

Advertisement

আক্রান্ত যুবক সঞ্জয় নস্করের অভিযোগ, শনিবার রাতে ক্লাবে নিয়ে গিয়ে তাঁর মুখে পিস্তল ঢুকিয়ে ভয় দেখান কয়েক জন। তার পর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে। এ নিয়ে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয়। ঘটনাক্রমে এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বাপ্পা গুছাইত এবং রাজু পাইক।

পুলিশ সূত্রে খবর, এলাকার মাঠ দখলের একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। সেই সঙ্গে প্রতিবাদীর উপর হামলা করার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর সহায়তায় তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

ওই গন্ডগোল নিয়ে ক্লাবের সম্পাদক অমিত হালদার জানান, ক্লাবের সামনে একটি মাঠ দখলের উদ্দেশ্যে কিছু লোক মাপজোক শুরু করেছিলেন। ক্লাবের তরফে তাতে আপত্তি জানানো হলে উত্তপ্ত হয় পরিস্থিতি। তাঁর অভিযোগ, বিভিন্ন টুর্নামেন্টে জেতা ট্রফি-সহ ক্লাবের আসবাবপত্র ভাঙচুর করেন কয়েক জন। অন্য দিকে, অভিযোগকারী যুবকের দাবি, ওই ঘটনার জেরে রাতে ক্লাবঘরে ঢুকিয়ে তাঁকে মারধর করা হয়। কিন্তু অভিযুক্তেরা ক্লাবের সদস্য কি না, তা পরিষ্কার নয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাঁচপোতা এলাকার বাসিন্দা এক জনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুটি ওয়ান শটার এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রবিবারই ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement