—প্রতিনিধিত্বমূলক ছবি।
যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতার পর তাঁর ‘ব্যক্তিগত ছবি’ সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ব্ল্যাকমেলের অভিযোগে এক চিত্রগ্রাহককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানায়। অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে হালতু এলাকা থেকে। বাজেয়াপ্ত হয়েছে যুবকের ল্যাপটপ, স্মার্টফোন।
অভিযোগকারিণীর দাবি, তিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে পার্থ দাস নামে বছর ৩৫-এর এক চিত্রগ্রাহকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি ওই যুবক তাঁকে ব্ল্যাকমেল করছিলেন। পুলিশের কাছে যুবতীর অভিযোগ, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পরে নানা রকম ভাবে ভয় দেখাতে শুরু করেন ওই চিত্রগ্রাহক। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এমনকি, তাঁর প্রাক্তন স্বামীকে কিছু ছবি পাঠিয়ে দিয়েছেন।
ওই মহিলা আরও জানিয়েছেন, সমাজমাধ্যমেই পার্থের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকে ঘনিষ্ঠতা। হালে একটি ভাড়াবাড়িতে একসঙ্গে থাকছিলেন তাঁরা। তিনি বলেন, ‘‘রাতে এই বাড়িতে থাকত না পার্থ। আমার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নিয়েছিল ও। শারীরিক সম্পর্কের সময় কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রেখেছিল। পরে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এমনকি, সেই ছবি তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠিয়েও দিয়েছে। পরিস্থিতি আমার সহ্যের বাইরে চলে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছি।’’ অন্য দিকে, গ্রেফতারির পরে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছেন ওই চিত্রগ্রাহক।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। খোঁজখবর করে হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে।