ISL 2021-22

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ এসসি ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৭:২৪
Share:

ছবি পিটিআই।

কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। আজ, বৃহস্পতিবার মেয়রের নাম ঘোষণা হওয়ার কথা। মহারাষ্ট্র নিবাস ভবনে পুরভোটে জয়ী তৃণমূল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকেই মেয়র ও মেয়র পরিষদও নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। সেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ শুরু হতে পারে ওই বৈঠক।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

হাই কোর্টে পুরভোট মামলা

কবে, কত দফায় রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ভোট করাতে পারবে রাজ্য নির্বাচন কমিশন, আজ তা আদালতে তাদের জানানোর কথা। আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী, সম্ভাব্য দিন ক্ষণও ঘোষণা করতে পারে রাজ্য। এ ছাড়া আজ হাই কোর্টে পুরভোটে অশান্তি নিয়ে কয়েকটি মামলার শুনানি রয়েছে।

গ্রাফিক- সনৎ সিংহ।

হাই কোর্টে অন্য মামলা

আজ স্কুলে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। এ ছাড়া হাই কোর্টে হতে পারে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি।

উচ্চ প্রাথমিক শুনানি

চলছে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে জমা পড়া অভিযোগগুলির শুনানি প্রক্রিয়া। প্রায় চার মাসের বেশি সময় ধরে চলা সেই প্রক্রিয়া আজ সম্পূর্ণ হতে চলেছে। সব অভিযোগই খতিয়ে দেখছে স্কুল সার্ভিস কমিশন।

করোনা ও ওমিক্রন

বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বিগত কয়েক দিন ধরে যা অনেকটাই কম ছিল। আজ কী হয় তা দেখার। অন্য দিকে, দেশে বেড়েই চলেছে করোনার নতুন রূপ ওমিক্রন।

আইএসএল

আজ এসসি ইস্টবেঙ্গল ও হায়দরাবাদ এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন