Arpita Mukherjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

ইডি গ্রেফতারের পর হাসপাতালে পার্থ। এর পর কী করণীয় ইডির। এসএসসি তদন্ত কোন পথে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় এক দিনের ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

ইডি গ্রেফতার করার পর অসুস্থ হয়ে শনিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর এই অবস্থায় আজ, রবিবার কী হয় সেই খবরের দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

অর্পিতার খবর

Advertisement

ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার হওয়ার পর গ্রেফতার হওয়া 'পার্থ-ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের খবরের দিকে আজ নজর থাকবে।

পার্থর গ্রেফতারি নিয়ে বিতর্ক

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আপাতত 'অস্পষ্ট অবস্থান' তৃণমূলের। তবে বিরোধী বিজেপি-সহ বিভিন্ন দল পার্থকে মন্ত্রী থেকে বরখাস্ত করার দাবি তুলেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এসএসসি মামলার তদন্ত

এসএসসি মামলায় তদন্ত জারি রেখেছে ইডি এবং সিবিআই। ওই ঘটনার তদন্তের দিকে আজ নজর থাকবে।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর খবরাখবর

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। এ বার তাঁর শপথ নেওয়ার পালা। আজ ওই সংক্রান্ত বিভিন্ন খবরাখবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক সনৎ সিংহ।

কোবিন্দের শেষ দিন

দেশের রাষ্ট্রপতি হিসাবে রামনাথ কোবিন্দের আজ শেষ দিন। এর পর নতুন রাষ্ট্রপতি আসছেন রাইসিনা হিলে। ফলে রাষ্ট্রপতি ভবন ছেড়ে চলে যাবেন কোবিন্দ। আজ ওই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল কে

পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছেন লা গণেশন। তবে শীঘ্রই স্থায়ী রাজ্যপাল পেতে চলেছে রাজ্য। বেশ কয়েক জনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে পরবর্তী স্থায়ী রাজ্যপাল হিসাবে কার নাম উঠে আসে আজ সে দিকে নজর থাকবে।

দেশের কোভিড পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১,৪১১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।

মাঙ্কি পক্স রোগীর খবর

দেশের মাঙ্কি পক্স রোগীর সংখ্যা বেড়ে তিন হয়েছে। ওই তিন জন রোগীই কেরলের। বিদেশ থেকেই ওই রোগের সংক্রমণ এসেছে দেশে। এই অবস্থায় আর নতুন কোনও রোগীর খোঁজ পাওয়া যায় কি না, আজ সে দিকে নজর থাকবে।

শ্রীলঙ্কার পরিস্থিতি

নতুন প্রেসিডেন্ট এবং নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শ্রীলঙ্কায়। তবে গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার মানুষের ক্ষোভ কমছে না। এখনও রাস্তায় নেমে চলে প্রতিবাদ, বিক্ষোভ। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড় এবং ঋষি সুনক

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক যুদ্ধে জিতে, চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়েছেন ঋষি সুনক। চূড়ান্ত নির্বাচন হতে এখনও বাকি রয়েছে। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হতে যাচ্ছে লিজ ট্রাসের। এ বার চূড়ান্ত তথা শেষ ধাপের নির্বাচন কোন দিকে যায় আজ সে দিকে নজর থাকবে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে। সন্ধে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন