পুলিশের গাড়িতে ইট, গ্রেফতার ১৭

মিষ্টির দোকানদারকে মারধরে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ইটের ঘায়ে ভাঙল পুলিশের গাড়ির কাচ। এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০১:০৭
Share:

মিষ্টির দোকানদারকে মারধরে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ইটের ঘায়ে ভাঙল পুলিশের গাড়ির কাচ। এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের কুলেশ্বর গ্রামে।

Advertisement

পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১১টা নাগাদ উস্তি মোড়ে একটি মিষ্টির দোকানে ঢুকে জনা পনেরো মদ্যপ যুবক দই খেতে চায়। তখন দোকানে ছিলেন মালিক কার্তিক মণ্ডল ও তাঁর দুই ছেলে তাপস ও দীনেশ। দইয়ের মান নিয়ে দু’পক্ষের বচসা বাধে। কয়েকজন যুবক কোমরের বেল্ট খুলে কার্তিকবাবু এবং তাঁর দুই ছেলেকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে উস্তি থানার পুলিশ। তবে ততক্ষণে ওই যুবকেরা পালিয়েছে। আহত অবস্থায় তিন জনকেই বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাপসবাবুর মাথায় ৬টি সেলাই হয়। সোমবার ভোরে সকলকে ছেড়ে দেওয়া হয়। উস্তি থানায় বাপি মণ্ডপ-সহ ৭ জনের নামে এফআইআর হয়। অভিযুক্তদের সকলের বাড়ি কুলেশ্বর গ্রামে। থানার অভিযোগ হওয়ার আগেই অভিযুক্তদের ধাওয়া করে রবিবার শেষ রাতে কুলেশ্বরে পৌঁছয় পুলিশ। ধরা পড়ে মূল অভিযুক্ত বাপি মণ্ডপ। অভিযোগ, তাকে গাড়িতে তোলার সময়ে বাধা দেয় কয়েকজন। পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। তার মধ্যেই অবশ্য বাপিকে ধরে আনে পুলিশ। পরে বিশাল বাহিনী ফের ওই গ্রামে গিয়ে পুলিশের উপরে হামলার অভিযোগে ১৭ জনকে ধরে। বাপি-সহ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন