Canning Murder Case

মদের ঠেকে বচসার পর বিদ্যুতের খুঁটিতে বেঁধে মার, ক্যানিংয়ে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার দুই

খুনে জড়িত থাকার অভিযোগে বিশ্বজিৎ সাঁপুই এবং গণেশ সর্দার নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েক জন অভিযুক্ত পালিতক বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মার। মারের চোটে অকুস্থলেই মৃত্যু হল ২৮ বছরের এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে তালদি বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক যুবককে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মৃত্যু হয় শেখ জামিলউদ্দিন নামে যুবকের। মৃতের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারিশরীফ রবীন্দ্রনগর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মত্ত অবস্থায় কয়েকজন যুবক জামিলকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করছিলেন।

মঙ্গলবার ঘটনার তদন্তে নেমে খুনে জড়িত থাকার অভিযোগে বিশ্বজিৎ সাঁপুই এবং গণেশ সর্দার নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েক জন অভিযুক্ত পালিতক বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ চলছে। পাশাপাশি যুবকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, মদের ঠেকে বচসার জেরেই এই খুন। এখনও বেশ কয়েক জন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ আরও জানিয়েছে, প্রহৃত এবং অভিযুক্তেরা নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। সোমবার ঠিক কী হয়েছিল, তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement