ভোগ খেয়ে অসুস্থ ২০০

হরিনামের মালসা ভোগ খেয়ে প্রায় ২০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০১:৫২
Share:

হরিনামের মালসা ভোগ খেয়ে প্রায় ২০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের চৌষা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগের রাতে হরিনামের আসর বসেছিল। সেখানে চিঁড়ে ভিজিয়ে মালসা ভোগ দেওয়া হয়। সকলে ভোগ নিয়ে যান বাড়িতে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বমি, পাতলা পায়খানা। গ্রামের বাসিন্দা অরিজিৎ হালদার, মহাদেব হালদারেরা জানান, অসুস্থদের ডায়মন্ড হারবার, বানেশ্বরপুর, পঞ্চগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঁদের মধ্যে অনেকে মহিলা, শিশুও আছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অসুস্থদের মধ্যে অনেককে ছেড়েও দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, ভোগে বিষক্রিয়ার জেরেই ওই ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement