Police Investigation

মারামারিতে জখম ৬, গ্রেফতার ৫

পুলিশ জানিয়েছে, মারামারির জেরে মাথা ফাটে সইদুল তরফদার নামে এক ব্যক্তির। তাঁর স্ত্রী সাকিলা বিবির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মোট পাঁচ জনকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ০৯:৩৮
Share:

গ্রেফতার করা হয়েছে সইদুলের দাদা ফজল আলি তরফদার, ফজলের জামাই বিভাস অধিকারীকে। —প্রতীকী চিত্র।

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনায় গুরুতর জখম হলেন কয়েক জন। তদন্তে নেমে পুলিশ তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড়ে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতার তরফদারপাড়ায়। পুলিশ জানিয়েছে, মারামারির জেরে মাথা ফাটে সইদুল তরফদার নামে এক ব্যক্তির। তাঁর স্ত্রী সাকিলা বিবির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সইদুলের দাদা ফজল আলি তরফদার, ফজলের জামাই বিভাস অধিকারী-সহ মোট পাঁচ জনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভিটেবাড়ির জমি নিয়ে সইদুলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে তাঁর দাদা ফজলের। বিবাদ মেটাতে আগে একাধিক বার এলাকায় সালিশি সভা বসেছে। কিন্তু সইদুল বা ফজল, কেউই সালিশি সভার সিদ্ধান্ত মানেননি। সোমবার ফের দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাধে। অভিযোগ, তখন ফজল ও তাঁর পরিবারের লোকেরা লাঠি, বাঁশ নিয়ে সইদুলের উপরে চড়াও হন। মারের চোটে সইদুলের মাথা ফেটে যায়। সইদুলকে বাঁচাতে তাঁর স্ত্রী সাকিলা বিবি ছুটে এলে তাঁর উপরেও হামলা হয় বলে অভিযোগ। স্থানীয়েরা জানান, ঘটনায় উভয় পরিবারের ছ’জন গুরুতর জখম হন। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। আহতদের নিয়ে যাওয়া হয় নলমুড়ি ব্লক হাসপাতালে। পরে সইদুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন