Dead body recovered

অটোচালকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য বারুইপুরে

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাকিব লস্কর (২৩)। তিনি খোদারবাজার নিশ্চিন্তপুরের বাসিন্দা। রাকিব ক্যানিং-বারুইপুর রুটে অটো চালান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৬
Share:

প্রতীকী ছবি।

অটোচালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শুক্রবার সন্ধ্যায় যুবককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েক জন তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শোনার পরেই হাসপাতাল থেকে চম্পট দেন স্থানীয়েরা। হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাকিব লস্কর (২৩)। তিনি খোদারবাজার নিশ্চিন্তপুরের বাসিন্দা। রাকিব ক্যানিং-বারুইপুর রুটে অটো চালান। বাবা সাকিব লস্কর জানান, রাকিব রোজ সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন রাতে। সাকিব বলেন, ‘‘শুক্রবার রাত ৮টা নাগাদ পুলিশের থেকে ছেলের মৃত্যুর খবর পেয়েছি।’’

পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রাকিবকে অটো চালাতে দেখা গিয়েছিল। তার পর এলাকায় বড়সড় দুর্ঘটনারও খবর মেলেনি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে অনুমান, রাকিবকে খুন করা হয়ে থাকতে পারে। তাঁর পরিবারের তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement