Train Accident: রেললাইনে গল্পে মশগুল যুগল, ট্রেনের ধাক্কায় নিহত যুবক, গুরুতর জখম তরুণী

শনিবার সন্ধ্যা ছ’টা ১৫ মিনিট নাগাদ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনের ধাক্কায় আচমকায় দু’জনেই ছিটকে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ২৩:৫৮
Share:

ফাইল চিত্র।

রেললাইনে বসে গল্পে মশগুল যুগল। ট্রেনের ধাক্কায় নিহত যুবক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে তরুণী। এই ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার স্টেশনের কাছে।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ডায়মন্ড হারবার স্টেশনের কাছে রাখালঠাকুরতলা এলাকায় রেললাইনে বসে প্রেমিকার সঙ্গে গল্প করছিলেন মাসুদ শেখ (১৮) নামে এক যুবক। তিনি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বকচর এলাকার বাসিন্দা। সম্প্রতি পড়াশোনা ছেড়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন মাসুদ। তাঁর সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যা ছ’টা ১৫ মিনিট নাগাদ ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনের ধাক্কায় আচমকায় দু’জনেই ছিটকে যান। মাসুদের মাথা থেঁতলে যায়। ভেঙে যায় পা-ও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর প্রেমিকার কোমরে গুরুতর আঘাত লাগে। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুদ এবং তাঁর প্রেমিকাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মাসুদকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।

ডায়মন্ড হারবার জিআরপি ঘটনার তদন্ত করছে। রবিবার মাসুদের দেহের ময়নাতদন্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement