বাংলাদেশি ধৃত

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট শাখা। শুক্রবার সন্ধ্যায় বারাসতের ডাকবাংল‌ো মোড় থেকে শরিফ আশরাফুল আলম নামে ওই বাংলাদেশিকে ধরা হয়। তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে একটি জাল পাসপোর্ট, প্রায় চার হাজার টাকার জাল ভারতীয় নোট, তিনটি সিম কার্ড এবং নগদ ৭৭ হাজার টাকা মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:২৩
Share:

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট শাখা। শুক্রবার সন্ধ্যায় বারাসতের ডাকবাংল‌ো মোড় থেকে শরিফ আশরাফুল আলম নামে ওই বাংলাদেশিকে ধরা হয়। তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে একটি জাল পাসপোর্ট, প্রায় চার হাজার টাকার জাল ভারতীয় নোট, তিনটি সিম কার্ড এবং নগদ ৭৭ হাজার টাকা মিলেছে। এ দিন সকালে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন বছর সাতচল্লিশের শরিফ। কলকাতার কিড স্ট্রিটে যাওয়ার কথা ছিল তার। জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও জেরা করেছেন শরিফকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement