Arrest

ছাত্রীদের ‘যৌন হেনস্থা’, ধৃত শিক্ষক

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই অভিভাবক এবং বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল ছুটির পরে তাঁরা সেখানে চড়াও হন। ইটপাটকেল ছোড়া হয়। ওই শিক্ষককে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় আনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৬:৩২
Share:

—প্রতীকী চিত্র।

ক্লাসঘরে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার পুলিশ সুদীপ্ত মৈত্র নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে। পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে।

বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই অভিভাবক এবং বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল ছুটির পরে তাঁরা সেখানে চড়াও হন। ইটপাটকেল ছোড়া হয়। ওই শিক্ষককে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় আনে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।

ওই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, ‘‘স্কুলের অষ্টম এবং নবম শ্রেণির ছাত্রীরা আমাকে লিখিত ভাবে জানিয়েছিল, ওই শিক্ষক তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। আমরা কারণ দর্শানোর নোটিস দিই। কিছু অভিযোগ সত্য, কিছু অসত্য— এমনটাই জানিয়েছিলেন ওই শিক্ষক। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের দাবি, তিনি কড়া ধাতের মানুষ। ছাত্রীদের শাসন করেছেন, খারাপ আচরণ করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন