TMC Worker Murder

বসিরহাটে তৃণমূল কর্মীকে কুপিয়ে এবং গুলি করে খুনের অভিযোগ! গ্রেফতার চার দুষ্কৃতী

বসিরহাটে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের সন্দেহ, গ্রামের দুষ্কৃতীরাই হামলা করেছেন ওই যুবকের উপর। এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১০:৪২
Share:

বসিরহাটে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার ৪। —প্রতীকী চিত্র।

এক তৃণমূল কর্মীকে কুপিয়ে এবং গুলি করে খুনের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের গোটরা পঞ্চায়েত এলাকার ঘোনা গ্রামে। মৃত যুবকের নাম আনোয়ার হোসেন গাজি (২৪)। পরিবারের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে। ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সাবির গাজি, বিল্লাহ শেখ, রবিউল সর্দার এবং বাকিবিল্লাহ মণ্ডল। তাঁদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার রাতে এলাকারই একটি চায়ের দোকানে বসেছিলেন আনোয়ার। সেই সময়েই একদল দুষ্কৃতী ওই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা। তাঁকে গুলি করা হয়েছে বলেও অভিযোগ। হামলার পরে স্থানীয় বাসিন্দারাই আনোয়ারকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসক আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের কাকা ফজর আলি গাজির সন্দেহ, গ্রামের দুষ্কৃতীরাই খুন করে থাকতে পারেন আনোয়ারকে। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরনো কোনও শত্রুতার জেরে ওই যুবককে খুন করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মৃত যুবক যে শাসকদলের কর্মী ছিলেন, তা মেনে নিয়েছেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম। তিনি বলেন, “আমাদের যে তৃণমূল কর্মী মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। পুলিশের উপর আমাদের আস্থা আছে।” বসিরহাটে দুষ্কৃতীরাজ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার রাতের ওই ঘটনা প্রসঙ্গে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, খুনের ঘটনায় এখনও পর্যন্ত চার জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement